ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

চুয়েটের ১৪০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

চুয়েটের ১৪০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর ১৪০তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কক্ষে উক্ত সভায় সভাপতিত্ব করেন সিন্ডিকেট চেয়ারম্যান ও চুয়েটের মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া।

সভায় উপস্থিত ছিলেন চুয়েটের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রফেসরসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

বিশেষ অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত ছিলেন বাংলাদেশ সচিবালয়ের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মাহবুবুল হক পাটওয়ারী, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আয়নাল হক এবং ডিবিএল গ্রুপের পরিচালক প্রকৌশলী মেজর (অব.) মো. ফিরোজ খাননুন ফরাজী।

সিন্ডিকেট সভায় সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির।

সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা, অনুষদ ও ইনস্টিটিউট সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার মাধ্যমে চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

১৪০তম সিন্ডিকেট সভা,চুয়েট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত