ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

চুয়েট শিক্ষার্থীদের জন্য ১০ লক্ষ টাকা ব্যয়ে অ্যাম্বুল্যান্স নবায়ন

চুয়েট শিক্ষার্থীদের জন্য ১০ লক্ষ টাকা ব্যয়ে অ্যাম্বুল্যান্স নবায়ন

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর সাবেক শিক্ষার্থীদের মানবিক উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের পুরাতন একটি অ্যাম্বুল্যান্সকে সম্পূর্ণরূপে মেরামত ও নবায়ন করা হয়েছে।

এই উদ্যোগ বাস্তবায়ন করেছেন বিশ্ববিদ্যালয়ের ১০ম ব্যাচ (১৯৭৮-৮২) এর এলামনাই সদস্যরা, প্রায় ১০ লক্ষ টাকা ব্যয় করে।

বিশ্ববিদ্যালয়ের পুরাতন ও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়া অ্যাম্বুল্যান্সটি দীর্ঘদিন জরুরি চিকিৎসাসেবায় অকার্যকর ছিল।

নবায়নের পর এটি আবারও কার্যকরভাবে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জরুরি স্বাস্থ্যসেবা প্রদান করতে সক্ষম হবে।

চুয়েটের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মাহমুদ আব্দুল মতিন ভূইয়া বলেন, ‘এ ধরনের উদ্যোগ আমাদের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। চুয়েটের সাবেক শিক্ষার্থীরা যেভাবে বিশ্ববিদ্যালয়ের পাশে দাঁড়িয়েছেন, তা সত্যিই প্রশংসনীয় ও অনুকরণীয়।’

অ্যাম্বুল্যান্স হস্তান্তরের সময় অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলরসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।

অ্যাম্বুল্যান্স নবায়ন,১০ লক্ষ টাকা ব্যয়,চুয়েট শিক্ষার্থী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত