
আওয়ামী লীগের সময়ে নিয়োগ বাণিজ্য, টেন্ডার সিন্ডিকেটসহ নানা একাডেমিক ও প্রশাসনিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ১৯ জন শিক্ষক এবং ২০ জন কর্মকর্তা-কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে মঙ্গলবার এ নোটিশ প্রদান করা হয়।
নির্দেশনা অনুযায়ী, শোকজপ্রাপ্তদের আগামী ১০ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দিলে প্রশাসন একতরফাভাবে পরবর্তী ব্যবস্থা নিতে পারবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মিজানুর রহমান বলেন, ‘সিন্ডিকেট গঠিত তদন্ত কমিটিগুলো বিভিন্ন জায়গা থেকে তথ্য সংগ্রহ করেছে। যাঁদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে এবং প্রাথমিকভাবে প্রমাণ মিলেছে, তাঁদের শোকজ করা হয়েছে। আগামী ১০ কার্যদিবসের মধ্যে তাঁদের লিখিত জবাব জমা দিতে হবে। এরপর কমিটির সুপারিশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’