
বেশ কিছু শর্তসাপেক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রাতিষ্ঠানিক সুবিধা (পোষ্য কোটা) দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এক মিটিংয়ে এ সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন তথ্যটি নিশ্চিত করেছেন।
এই সিদ্ধান্তের ফলে স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষায় ন্যূনতম ৪০ পেয়ে পাশ করা শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর সন্তানরা ভর্তির সুযোগ পাবেন।
উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন বলেন, বেশ কিছু শর্তে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের প্রাতিষ্ঠানিক সুবিধা প্রদান করা হয়েছে। এই সুবিধা কেবল ৪০ পেয়ে পাশ করা শিক্ষার্থীরাই পাবে। তবে শিক্ষকের সন্তান নিজ বিভাগে ভর্তি হতে পারবে না। আবাসিক সুবিধা পাবে না। ভর্তি কমিটির সভায় এমন কিছু শর্তে এ বছরের জন্যই কেবল এই সুবিধা দেওয়া হয়েছে। পরের বছর ভর্তি কমিটি আবার নতুন করে সিদ্ধান্ত নেবে।