ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

শিক্ষার্থীদের ভাবনাকে ধারণ করাই শিক্ষকের কাজ: ইউজিসি চেয়ারম্যান

শিক্ষার্থীদের ভাবনাকে ধারণ করাই শিক্ষকের কাজ: ইউজিসি চেয়ারম্যান

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেছেন, শিক্ষকরা শিক্ষাদানের সময় মনে রাখবেন আপনার সামনে থাকা শিক্ষার্থীদের মত আপনিও একসময় এই বেঞ্চে বসে ছিলেন। শিক্ষার্থীদের আপনার সাধ্যমতো দেবার চেষ্টা করবেন। তারা যেন পিছিয়ে না পড়ে সে-ব্যাপারে আপনারা সচেতন থাকবেন। শিক্ষকদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ছাত্র-ছাত্রী। ছাত্রদের ভাবনাকে ধারণ করাই হলো শিক্ষকের কাজ।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসনের আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে এসকল কথা বলেন তিনি। এসময় পাঁচটি অনুষদভুক্ত বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বরণ করে নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এসময় তিনি আরো বলেন, ২০১২ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২ জন ছাত্র গুম হয়েছে। এটা ছিল গত ১৬ বছরের রাজনৈতিক বাস্তবতার একটা অংশ। আমরা দেশকে মুক্ত করতে পারিনি, পেরেছে আমার সামনে বসা শিক্ষার্থীরা। সেজন্য তোমাদের প্রতি আমি কৃতজ্ঞ। তোমরা জীবন বাজি রেখে এদেশ স্বাধীন করেছ। তোমরা পেরেছ দেখেই তোমাদের প্রতি অনেক চাওয়া। তোমাদের দিকে তাকিয়ে আছে পুরো দেশ। তোমরা যা দেখিয়েছ তা সারা বিশ্ব অবাক দৃষ্টিতে দেখেছে। সর্বদা বাবা মার কথা চিন্তা করবে। তারা অনেক প্রত্যাশা নিয়ে তোমাদের দিকে তাকিয়ে আছে। সবসময় বাবা-মার যত্ন নিবে। চারিদিকে অনেক কিছু আকৃষ্ট করবে কিন্তু তোমাদের সেদিকে যাওয়া যাবে না। নিজেদের ধ্বংস হতে দেওয়া যাবে না। বিশ্ববিদ্যালয় জ্ঞান সৃষ্টির জায়গা। শিক্ষক ছাত্র একসাথে জ্ঞান সৃষ্টি করতে হবে। তোমরা শিক্ষকদের সাহায্য নিয়ে জ্ঞান সৃষ্টি করবে। তোমরা আমাদের থেকে অনেক মেধাবী। তাই তোমাদের দায়িত্ব অনেক বেশি।

অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ এবং অতিথি হিসেবে ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক তানজীম উদ্দিন খান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।

এসময় আরো উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মনজুরুল হক, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রোকসানা মিলি, আইন অনুষদের ডিন অধ্যাপক ড. খন্দকার তৌহিদুল আনাম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আসাদুজ্জামান, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বাবলী সাবিনা আজহার, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম এবং বিভিন্ন বিভাগের শিক্ষকসহ সহস্রাধিক শিক্ষার্থী।

আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. রফিকুল ইসলাম ও সমাজকল্যাণ বিভাগের প্রভাষক হাবিবুর রহমানের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রথম দিনের নবীনবরণ অনুষ্ঠানের আহ্বায়ক সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রোকসানা মিলি। এসময় গুচ্ছ ভর্তি পরীক্ষায় 'এ’ ইউনিটে ৭ম স্থান অধিকারকারী মাহমুদ মোস্তাক ফরহাদ ও ‘বি’ ইউনিটে ৩য় স্থান অধিকারকারী হাসনাত মাওলা চৌধুরীকে পুরস্কৃত করা হয়।

ধর্মীয় গ্রন্থ পাঠের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়ে জাতীয় সংগীত পরিবেশনা, জুলাই শহিদদের স্মরণে একমিনিট নিরবতা পালন করা হয়। এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অতিথি ও নবীনদের ফুল ও ব্যতিক্রম সাংস্কৃতিক জোটের পরিবেশনায় গানের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক তথ্যসম্বলিত ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

শিক্ষার্থী,শিক্ষক,ইউজিসি চেয়ারম্যান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত