ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সাউথইস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের ১৩৯তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের ১৩৯তম সভা অনুষ্ঠিত

সাউথইস্ট ইউনিভার্সিটি ট্রাস্ট (এসইইউটি)-এর ১৩৯তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (২২ সেপ্টেম্বর) ইউনিভার্সিটির তেজগাঁওস্থ স্থায়ী ক্যাম্পাসে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিম। এ সময় ট্রাস্টি বোর্ডের সদস্যবৃন্দ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বোর্ড সভায় সাউথইস্ট ইউনিভার্সিটির সার্বিক উন্নয়নের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ একাডেমিক, প্রশাসনিক এবং কৌশলগত বিষয়ে আলোচনা করা হয়।

সভায় আলোচ্য বিষয়গুলোর মধ্যে বর্তমান একাডেমিক প্রোগ্রামগুলির মূল্যায়ন, অবকাঠামোগত উন্নয়ন, এবং প্রাতিষ্ঠানিক নীতিমালায় আধুনিক উপায় ও উপকরণের সন্নিবেশ বিশেষভাবে প্রাধান্য পায়। এছাড়া, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মানোন্নয়ন, গবেষণা সক্ষমতা জোরদারকরণ এবং পরিচালনাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কৌশলগত দিকনির্দেশনা প্রদান করা হয়।

বোর্ড শিল্প-সহযোগিতা সম্প্রসারণ, অত্যাধুনিক প্রযুক্তির সন্নিবেশ এবং টেকসই প্রাতিষ্ঠানিক প্রবৃদ্ধি অর্জনের গুরুত্বের ওপরও জোর দেয়।

সাউথইস্ট ইউনিভার্সিটি,ট্রাস্টি বোর্ড,১৩৯তম সভা,অনুষ্ঠিত,বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান,রেজাউল করিম
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত