ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সাজিদ হত্যার বিচার ও ফ্যাসিস্টমুক্ত নিয়োগ বোর্ডের দাবিতে ইবি ছাত্রদলের অবস্থান

সাজিদ হত্যার বিচার ও ফ্যাসিস্টমুক্ত নিয়োগ বোর্ডের দাবিতে ইবি ছাত্রদলের অবস্থান

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহ'র খুনিদের দ্রুত গ্রেপ্তার ও নিয়োগ বোর্ডকে আওয়ামী ফ্যাসিস্টমুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে শাখা ছাত্রদল।

মঙ্গলবার (৭ অক্টোবর) বেলা ১২টা দিকে প্রশাসন ভবনের করিডোরে অবস্থান নেয় তারা। আগামী ১০ দিনের মধ্যে উল্লেখিত দাবি বাস্তবায়নের পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সংগঠনটির নেতা-কর্মীরা।

শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদের নেতৃত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য-সচিব মাসুদ রুমী মিথুন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আনোয়ার পারভেজ, যুগ্ম-আহ্বায়ক আহসান হাবিব, আনারুল ইসলাম ও আবু দাউদ, সদস্য রাফিজ আহমেদ, রোকউদ্দিন, নুরউদ্দিন, সাক্ষর ও সাব্বিরসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী।

এসময় নেতাকর্মীরা বলেন, “সাজিদের হত্যার তিন মাস অতিবাহিত হয়েছে, কিন্তু প্রশাসন এখনো সাজিদের খুনিদের চিহ্নিত করতে পারেনি। আমাদের নানা অজুহাতে ইনিয়ে-বিনিয়ে কথা বলা হচ্ছে। আমরা জানতে চাই, কোন অশুভ শক্তির কারণে সাজিদ হত্যার বিচারে এত দেরি হচ্ছে? এই প্রশাসন বর্তমানে আওয়ামীপন্থি শিক্ষকদের শিক্ষক নিয়োগ বোর্ডে পদায়নে ব্যস্ত রয়েছে। আমরা স্পষ্টভাবে বলছি— কোনো আওয়ামী ফ্যাসিস্ট শিক্ষককে বোর্ডে রাখা যাবে না। অতিদ্রুত এই সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। অন্যথায় আমরা আপনাদের পদত্যাগের আন্দোলনে নামব।”

সংগঠনটির সদস্য-সচিব মাসুদ রুমী মিথুন বলেন, “সাজিদের হত্যাকারী এখনও গ্রেপ্তার করা হয়নি— কেন গ্রেপ্তার করা হয়নি তা আমরা জানতে চাই। আমরা একটি নিরাপদ ক্যাম্পাস চাই। এ প্রশাসন এখনও ফ্যাসিস্টদের নিয়োজিত রেখেই কার্যক্রম চালিয়ে যাচ্ছে; কোনো কার্যক্রমে ফ্যাসিস্টদের রাখা যাবে না।”

আহ্বায়ক সাহেদ আহমেদ বলেন, “দীর্ঘ ৮০ দিন পার হয়ে গেছে, প্রশাসন শুধু বলছে ‘দেখছি, দেখছি’। এখনও খুনিদের গ্রেপ্তার করতে পারে নাই। আমরা বিশ্বাস করি সিআইডি কাজ করছে, তবে এখন পর্যন্ত কতটা অগ্রগতি হয়েছে, সেটি স্পষ্ট হবে। খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচার চাই। আমাদের দুই ভাই গুম হয়েছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। শিক্ষক নিয়োগ বোর্ডে ইবির সাবেক ভিসি আশকারিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আওয়ামী ফ্যাসিস্ট শিক্ষকদের রাখা হয়েছে— আমরা তাদের দ্রুত বাদ দেওয়ার দাবি জানাচ্ছি। এসব বিষয়ে আগামী ১০ দিন প্রশাসনকে সময় দিচ্ছি। এর মধ্যে কোনো পদক্ষেপ না নিলে আমরা কঠোর কর্মসূচি ঘোষণা করব। এছাড়া খাবারের মান বৃদ্ধি করতে হবে এবং সিট বরাদ্দে বৈষম্য দূর করতে হবে।”

সাজিদ হত্যা,ফ্যাসিস্ট,ইবি ছাত্রদল,অবস্থান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত