
ক্লাস করতে এসে আটক হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রলীগ নেতা হুসাইন তুষার।
রোববার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের সামনে থেকে তাকে আটক করে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
হুসাইন তুষার বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ২০১৯-২০ বর্ষের শিক্ষার্থী এবং শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক ছিলেন। তিনি শাহ আজিজুর রহমান হলের (তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল) ২১৩ নম্বর রুমে থাকতেন।
জানা যায়, ওই ছাত্রলীগ নেতা আজ অর্থনীতি বিভাগে মাস্টার্সের ক্লাস করতে আসেন। এসময় ছাত্রদলের কর্মীরা তাকে মীর মশাররফ হোসেন ভবনের সামনে থেকে ধরে প্রক্টর অফিসে নিয়ে আসেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে ইবি থানায় সোপর্দ করেন।
শাখা ছাত্রদলের সদস্য রাফিজ আহমেদ বলেন, এই ছেলে বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন শিক্ষার্থীদের হুমকি ধামকিসহ বিভিন্ন অপকর্ম করেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের তদন্ত কমিটির লিস্টে অনেকেরই নাম আসেনি। আবার যাদের নাম এসেছে তাদের ব্যাপারেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পুলিশ প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। যার ফলে ছাত্রলীগ আবার সংগঠিত হওয়ার চেষ্টা চালাচ্ছে। নিয়মিত ফেইসবুকে পোস্ট দিচ্ছে। কিছুদিন আগে ভিসি স্যার নিয়োগ বোর্ডের বিষয়ে বলেছে আমরা মেধা দেখছি, কারো কোনো দল দেখছি না। তাই বর্তমানে এই কারণেই ক্যাম্পাসে আবার ছাত্রলীগ প্রবেশের সাহস পাচ্ছে কিনা দেখা উচিত।
আটক ছাত্রলীগের নেতা হুসাইন তুষার বলেন, “আমার অনার্স শেষ হয়েছে। পূর্বে শুধু পরীক্ষা দিতে এসেছিলাম। তখন কেউ কিছু বলেনি। আজ মাস্টার্সের ক্লাস করতে আসলে তারা আমাকে আটক করে।”
প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, “তাকে শিক্ষার্থীরা ধরে প্রক্টর অফিসে নিয়ে আসছে। আমরা তাকে ইবি থানায় সোপর্দ করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নিয়ম অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।”
ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, “তিনি বর্তমানে আমাদের হেফাজতে আছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেমন বলবে আমরা সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবো।”