ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নজরুল বিশ্ববিদ্যালয়ে ইউটিএল চ্যাপ্টারের উদ্বোধন ও কমিটি ঘোষণা

নজরুল বিশ্ববিদ্যালয়ে ইউটিএল চ্যাপ্টারের উদ্বোধন ও কমিটি ঘোষণা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স লিংক (UTL)-এর বিশ্ববিদ্যালয় চ্যাপ্টারের আনুষ্ঠানিক উদ্বোধন এবং ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে ইউটিএল কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন আনুষ্ঠানিকভাবে কমিটি ঘোষণা করেন।

এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক বিলাল হোসাইন বলেন, ২০২৫ সালের জুলাই মাসে “জ্ঞান, আত্মমর্যাদা, বিশ্বাস ও স্বাধীনতা”—এই চার মূলনীতিকে ধারণ করে ইউনিভার্সিটি টিচার্স লিংক আত্মপ্রকাশ করে। জুলাই বিপ্লবের চেতনা ও মূল্যবোধকে ভিত্তি করে গঠিত এই সংগঠন শিক্ষকদের মর্যাদা রক্ষা, একাডেমিক সততা, গবেষণার উৎকর্ষতা, নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস গঠন এবং জাতীয় নীতিনির্ধারণে শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করছে।

তিনি আরও বলেন, বাংলাদেশের ইতিহাসে ১৯৪৭ সালের আজাদি, ১৯৭১ সালের স্বাধীনতা এবং ২০২৪ সালের জুলাই বিপ্লব—এই তিনটি অধ্যায় জাতীয় চেতনা ও স্বাধীনতার ধারণাকে সমৃদ্ধ করেছে। এই ঐতিহাসিক পরম্পরাই ইউটিএল-এর অনুপ্রেরণার উৎস।

অনুষ্ঠানে ইউটিএল-এর মিশন, ভিশন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে অধ্যাপক বিলাল বলেন, “এই সংগঠন কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়; বরং এটি একাডেমিক সততা, গবেষণা ও নৈতিক মূল্যবোধের চর্চায় শিক্ষকদের ঐক্যের প্রতীক হিসেবে কাজ করবে।”

বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান ও নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক ড. মুহাম্মদ শামসুজ্জামান বলেন, জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে বাংলাদেশের নৈতিক ও আদর্শিক পুনর্গঠনের যে প্রক্রিয়া চলছে, সেখানে শিক্ষক সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যবেক্ষকের ভূমিকা পেরিয়ে জাতির দিকনির্দেশক হিসেবে কাজ করতেই ইউটিএল পেশাদার ও সচেতন শিক্ষক সংগঠন হিসেবে এগিয়ে আসছে।

তিনি আরও বলেন, দেশের যেকোনো পাবলিক বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যিনি ইউটিএল-এর মূলনীতি ও আদর্শে বিশ্বাসী, তিনি এই সংগঠনের সদস্য হতে পারবেন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ইউটিএল চ্যাপ্টারের উদ্বোধন শিক্ষক সমাজের ঐক্য ও মর্যাদা পুনরুদ্ধারের পথে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ।

নবগঠিত ১১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ শামসুজ্জামান। যুগ্ম আহ্বায়ক লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. অলি উল্লাহ, সদস্য সচিব মো. হারুনুর রশিদ, যুগ্ম সদস্য সচিব ইতিহাস বিভাগের প্রভাষক মো. জিল্লাল হোসাইন এবং ট্রেজারার ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম।

এছাড়া আহ্বায়ক সদস্য হিসেবে রয়েছেন মো. নুরে আলম (লোক প্রশাসন বিভাগ), ড. মাহবুবুন নাহার (কম্পিউটার বিজ্ঞান বিভাগ), ইদ্রিস আলী (ইতিহাস বিভাগ), সাইয়েদ আজহারুল ইসলাম (হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ), সুমনা আক্তার সুমি (মার্কেটিং বিভাগ) এবং মো. আবির হোসেন (ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ)।

অনুষ্ঠানের শেষে উপস্থিত শিক্ষকবৃন্দ নবগঠিত কমিটিকে অভিনন্দন জানান এবং বিশ্ববিদ্যালয়ে নৈতিক, গবেষণাভিত্তিক ও প্রগতিশীল একাডেমিক পরিবেশ গঠনে ইউটিএল-এর সাফল্য কামনা করেন।

কমিটি ঘোষণা,ইউটিএল চ্যাপ্টারের উদ্বোধন,নজরুল বিশ্ববিদ্যালয়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত