ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

চাকসু নির্বাচনের ভোটগ্রহণ চলছে

চাকসু নির্বাচনের ভোটগ্রহণ চলছে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনের ১৫টি ভোটকেন্দ্রে এই ভোটগ্রহণ শুরু হয়। যা চলবে একটানা বিকেল ৪টা পর্যন্ত।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে নির্বাচনী উৎসবের আমেজ। শিক্ষার্থীরা উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট প্রদান করছেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে সতর্ক অবস্থানে।

ভোট দিতে আসা ইসমাইল সিরাজি নামের একজন শিক্ষার্থী জানান, যারা যোগ্য তাদেরকেই ভোট দেবো। যাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য কিছু করার সক্ষমতা আছে তারাই নির্বাচিত হোক। যারা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করবে তাদেরকে ভোট দেবো।

উল্লেখ্য, দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হচ্ছে চাকসু নির্বাচন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের প্রধান প্লাটফর্ম চাকসু। বিশ্ববিদ্যালয়টির ইতিহাসে মাত্র ৬ বার চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সর্বশেষ নির্বাচন হয়েছিল ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি। কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে ৯০৭ জন প্রার্থী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার চাকসুর ২৬টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪১৫ জন প্রার্থী। অন্যদিকে হল ও হোস্টেল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৯৩ জন প্রার্থী। মোট ৯০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন চাকসুতে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন। এরমধ্যে ছাত্র ভোটার ১৬ হাজার ৮৪ জন এবং ছাত্রী ভোটার ১১ হাজার ৪৩৪ জন।

চাকসু,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,নির্বাচন,ভোটগ্রহণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত