অনলাইন সংস্করণ
১১:৫৫, ১৬ অক্টোবর, ২০২৫
চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবার গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ। ফেল করেছেন ৫ লাখ ৮ হাজার ৭০১ জন শিক্ষার্থী, যা মোট পরীক্ষার্থীর ৪১ দশমিক ১৭ শতাংশ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় সব শিক্ষা বোর্ড থেকে একযোগে এ ফল প্রকাশ করা হয়।
প্রকাশিত ফলাফলের বিশ্লেষণে দেখা গেছে, এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছেন ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছেন ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন, যা গড়ে ৫৮ দশমিক ৮৩ শতাংশ। অন্যদিকে, ফেল করেছেন ৫ লাখ ৮ হাজার ৭০১ জন শিক্ষার্থী—গড় ফেল হার ৪১ দশমিক ১৭ শতাংশ।
এবার ২০২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল করেছে। যেখানে গত বছর, ২০২৪ সালে শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল মাত্র ৬৫টি। অন্যদিকে, ৩৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। তবে গত বছরের তুলনায় এটি উল্লেখযোগ্য হারে কম। ২০২৪ সালে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১ হাজার ৩৮৮টি।
উল্লেখ্য, চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল ২৬ জুন এবং শেষ হয় ১৯ আগস্ট। এবার মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন।