ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে ছাত্রীরা

পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে ছাত্রীরা

২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবারও পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তিতে সব দিক থেকে এগিয়ে রয়েছে ছাত্রীরা। এ বছর ছাত্রীদের গড় পাসের হার প্রায় ৬৩ শতাংশ, যেখানে ছাত্রদের পাসের হার প্রায় ৫৫ শতাংশ। অর্থাৎ, পাসের হারে ছাত্রীরা প্রায় ৮ শতাংশ এগিয়ে রয়েছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় দেশের সকল শিক্ষা বোর্ড একযোগে ফল প্রকাশ করে।

প্রকাশিত ফলাফলের বিশ্লেষণে দেখা গেছে, এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছেন ১২ লাখ ৩৫ হাজার ৬৬১ জন শিক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছেন ৭ লাখ ২৬ হাজার ৯৬০ জন, যা গড়ে ৫৮ দশমিক ৮৩ শতাংশ। অন্যদিকে, ফেল করেছেন ৫ লাখ ৮ হাজার ৭০১ জন শিক্ষার্থী—গড় ফেল হার ৪১ দশমিক ১৭ শতাংশ।

পাস করা শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী ৩ লাখ ৯৩ হাজার ৯৬ জন। আর ছাত্র ৩ লাখ ৩৩ হাজার ৮৬৪ জন। ছাত্রীদের গড় পাসের হার ৬২ দশমিক ৯৭ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৫৪ দশমিক ৬০ শতাংশ।

জিপিএ-৫ প্রাপ্তিতেও ছাত্রীরাই এগিয়ে রয়েছেন। মোট ৬৯ হাজার ৯৭ জন জিপিএ-৫ প্রাপ্তির মধ্যে ছাত্রী ৩৭ হাজার ৪৪ জন এবং ছাত্র ৩২ হাজার ৫৩ জন।

এবার ২০২ শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল করেছে। যেখানে গত বছর, ২০২৪ সালে শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল মাত্র ৬৫টি। অন্যদিকে, ৩৪৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ শিক্ষার্থী পাস করেছে। তবে গত বছরের তুলনায় এটি উল্লেখযোগ্য হারে কম। ২০২৪ সালে শতভাগ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ছিল ১ হাজার ৩৮৮টি।

এইচএসসি,পরীক্ষা,ফলাফল,ছাত্র,ছাত্রী,পাস,ফেল,জিপিএ-৫,এগিয়ে,পিছিয়ে,শিক্ষা বোর্ড
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত