
শান্তিপূর্ণ পরিবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ চলছে। প্রথম চার ঘণ্টায় ভোট কাস্ট হয়েছে ৪২ শতাংশ।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ১টায় এ তথ্য জানান রাকসু নির্বাচন কমিশনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. সেতাউর রহমান।
এর আগে, বেলা ১১টা পর্যন্ত ২১ শতাংশ ভোট কাস্ট হওয়ার তথ্য জানায় রাকসু নির্বাচন কমিশন।
এদিন, সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ১৭টি কেন্দ্রে ৯১৮ প্রার্থীকে ভোট দিচ্ছেন ২৮ হাজার ৯০১ জন ভোটার।
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি কেন্দ্রে শিক্ষক, কর্মচারী, প্রক্টরিয়াল টিম, বিএনসিসি সদস্য ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করছে। নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে কড়া অবস্থানে।
রাকসু নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রাকসুর ২৩টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৩০৫ জন। সিনেটের ৫টি ছাত্র প্রতিনিধি পদের জন্য লড়ছেন ৫৮ জন এবং ১৭টি হল সংসদের ২৫৫টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ৫৫৫ জন। সব মিলিয়ে মোট প্রার্থীর সংখ্যা ৮৬০ জন।
এবারের নির্বাচনে মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন। তাদের জন্য সমসংখ্যক ব্যালট পেপার ছাপানো হয়েছে। ভোটারদের মধ্যে ৩৯ দশমিক ১ শতাংশ নারী এবং ৬০ দশমিক ৯ শতাংশ পুরুষ।
উল্লেখ্য, রাকসুর ১৫তম নির্বাচন এটি। ১৯৫৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর ১৯৬২ সালে প্রথমবার রাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। সর্বশেষ রাকসু নির্বাচন (১৪তম) হয়েছিল ১৯৯০ সালের ২৯ জুলাই।