অনলাইন সংস্করণ
২০:০৬, ১৬ অক্টোবর, ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নেতৃবৃন্দের মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু কার্যালয়ে এই মতবিনিময় সভা হয়।
এসময় ডাকসুর সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমের নেতৃত্বে উপস্থিত ছিলেন ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আবদুল্লাহ আল মিনহাজসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপস্থিত ছিলেন জাকসুর সহ-সভাপতি (ভিপি) আবদুর রশিদ জিতু, সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম এবং খাদ্য ও নিরাপত্তা বিষয়ক সম্পাদক হোসনে মোবারক।
সভায় দুই বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ ক্যাম্পাস জীবনের নানা চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং শিক্ষার্থীদের কল্যাণে যৌথ উদ্যোগ গ্রহণের দিকগুলো নিয়ে আলোচনা করেন।
তারা বলেন, সময়ের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের অধিকার, সুযোগ এবং সেবার মানোন্নয়নে একসঙ্গে কাজ করা এখন সময়ের দাবি।
নেতৃবৃন্দ “একবিংশ শতাব্দীর স্বপ্নের ক্যাম্পাস” গড়ে তোলার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা, সমন্বয় ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনায় উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন যে, ভবিষ্যতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদগুলোও একত্র হয়ে শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে কাজ করবে।