ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

শিক্ষার্থীদের ইশতেহার সমন্বয় করে কাজ করবো: রাকসু ভিপি

শিক্ষার্থীদের ইশতেহার সমন্বয় করে কাজ করবো: রাকসু ভিপি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেছেন, শিক্ষার্থীদের ভূমিকাই তাদের বিজয়ের মূল চালিকা শক্তি।

শুক্রবার (১৭ অক্টোবর) সকালে রাকসুর ফলাফল ঘোষণা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, যারা নির্বাচনে পরাজিত হয়েছেন, তাদের সহযোগিতা কামনা করছি। আমরা আপনার পরামর্শ অনুযায়ী কাজ করবো এবং সবার ইশতেহার সমন্বয় করে অগ্রাধিকারের ভিত্তিতে নীতি প্রণয়ন করব।

ভিপি মোস্তাকুর রহমান জাহিদ আরও বলেন, যারা পরাজিত হয়েছেন তারাও আমাদের সহযোদ্ধা। তাদের নেতৃত্বের গুণ আছে এবং আমরা চাই তারা সবসময় আমাদের সঙ্গে থাকুক। তিনি শিক্ষার্থীদের সাথে আলাপ ও পরামর্শের মাধ্যমে কাজ করার আশ্বাস দেন।

তিনি উল্লেখ করেন, জুলাই বিপ্লবের পর থেকে ফ্যাসিবাদবিরোধী সব দলের সমর্থন ও আন্দোলনের মধ্য দিয়ে রাকসু নির্বাচন সম্পন্ন হয়েছে। এই সফলতার জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

নবনির্বাচিত জিএস সালাহউদ্দিন আম্মার বলেন, তার ম্যান্ডেট শিক্ষার্থীদের জন্য। শিক্ষক ও কর্মকর্তারা অবশ্যই গুরুত্বপূর্ণ, তবে শিক্ষার্থীরাই তার মূল ফোকাস।

রাকসু নির্বাচন শেষে নবনির্বাচিত নেতাদের এই প্রতিশ্রুতি শিক্ষার্থীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। প্রশাসনের সাথে সমন্বয় রেখে ও বিভিন্ন দলের ইশতেহার একত্রিত করে তারা কার্যক্রম শুরু করবেন বলে জানিয়েছেন।

রাকসু ভিপি,সমন্বয় করে কাজ,শিক্ষার্থীদের ইশতেহার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত