ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

গাজীপুরে শিশু ধর্ষণের ঘটনায় রাবি ছাত্রী সংস্থার মানববন্ধন

গাজীপুরে শিশু ধর্ষণের ঘটনায় রাবি ছাত্রী সংস্থার মানববন্ধন

গাজীপুরের কালিয়াকৈরে শিশু ধর্ষণের ঘটনাসহ ক্রমবর্ধমান নারী নির্যাতনের বিচার এবং ধর্ষণ প্রতিরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থা রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা।

সোমবার (২০ অক্টোবর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে এ মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনটি।

এসময় অংশগ্রহণকারীদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়। প্ল্যাকার্ডগুলোতে লেখা ছিল— ‘আমার বোন ধর্ষিতা কেন? বাংলাদেশ জবাব চাই’, ‘ধর্ষকের বিচার চাই’, ‘ধর্ষকের কোনো ধর্মীয় পরিচয় নেই, ধর্ষকের পরিচয় সে ধর্ষক’, ‘ধর্ষকের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘নো মোর রেপ’ ইত্যাদি স্লোগান।

মানববন্ধনে জুলাই-৩৬ হলের নবনির্বাচিত সহ-বিতর্ক ও সাহিত্য সম্পাদক ফাতেমাতুস সানিহা বলেন, “এই দশ মাসে চার হাজার একশ পাঁচটি ধর্ষণের মামলা হয়েছে। এর মধ্যে বেশিরভাগ মামলারই সুষ্ঠু বিচার হয়নি। কালিয়াকৈরে যে ১৩ বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে, সে একজন মাদ্রাসাছাত্রী—কোনো মিডিয়া হাইপ পায়নি, তার ধর্ষকেরও বিচার হয়নি। নরসিংদীতে ১৪ বছরের এক শিশুকে ৭ দিন আটকে রেখে পালাক্রমে ধর্ষণ করা হয়েছিল, তারও কোনো বিচার হয়নি। আমরা নারীরা কোথাও নিরাপদ নই—হাসপাতালে, টিউশন থেকে ফেরার পথে, কর্মস্থলে—সব জায়গায় নির্যাতনের শিকার হচ্ছি।”

তিনি আরও বলেন, “আমাদের প্রধান দাবি হলো—রাষ্ট্রীয় ও ধর্মীয় আইন অনুযায়ী ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এমন দৃষ্টান্তমূলক শাস্তি চাই যেন কেউ ধর্ষণের আগে সেই শাস্তির কথা মনে করে।”

বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার রহমুতেন্নেসা হলের নবনির্বাচিত ভিপি ও হল শাখার নেত্রী সাইফুন নাসিরা বলেন, “আমরা মনে করি, ধর্ষকের কোনো ধর্মীয় পরিচয় থাকতে পারে না—ধর্ষকের একটাই পরিচয়, সে ধর্ষক। কেউ যদি ধর্মীয় পরিচয়ের আড়ালে ধর্ষকের অপরাধ ঢাকতে চায়, তাহলে সে দেশের কুচক্র, যারা চায় নারীরা ধর্ষিত হোক এবং দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হোক।”

তিনি আরও বলেন, “আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে বাস করছি, তারপরও নিরাপদ নই। প্রশ্ন জাগে—একটি মুসলিম রাষ্ট্রে নারীরা কেমন করে ধর্ষিত হচ্ছে? দেশের সব ধর্ষণ মামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।”

মানববন্ধনে ইসলামী ছাত্রী সংস্থা রাবি শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধন,রাবি ছাত্রী সংস্থা,গাজীপুরে শিশু ধর্ষণ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত