ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

জবি ছাত্রনেতা হত্যার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ

জবি ছাত্রনেতা হত্যার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. জোবায়েদ হোসেনকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শাখা ছাত্রদল।

সোমবার (২০ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নজরুল ভাষ্কর্য থেকে মিছিলটি শুরু হয়ে প্রশাসনিক ভবন, বিজ্ঞান ও কলা অনুষদ প্রদক্ষিণ করে ‘চির উন্নত মম শির’ এর সামনে গিয়ে শেষ হয়।

এতে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্যরা, বিভিন্ন বর্ষের শিক্ষার্থী এবং সমর্থকরা।

বিক্ষোভে নেতৃত্ব দেন শাখা ছাত্রদলের আহ্বায়ক ইমরান হোসেন প্রধান। তিনি বলেন, “আমরা পাঁচ আগস্ট পরবর্তী একটি পরিবর্তিত বাংলাদেশ চেয়েছিলাম। কিন্তু আমরা দেখছি একের পর এক ছাত্রদলের নেতা-কর্মীদেরকে হত্যা করা হচ্ছে। জোবায়েদ শুধুমাত্র ছাত্রদল নেতা ছিলেন না, তিনি ছিলেন একজন প্রাণবন্ত ও মেধাবী ছাত্র। আমরা নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদল এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে জোবায়েদের খুনিদের গ্রেপ্তার করতে হবে।”

মিছিলে অংশগ্রহণকারীরা “জোবায়েদের হত্যার বিচার চাই”, “শিক্ষাঙ্গনে রক্তপাত বন্ধ করো” ইত্যাদি শ্লোগান দেন। বিক্ষোভ শেষে ‘চির উন্নত মম শির’ শহীদ মিনারের সামনে শাখা ছাত্রদল নেতারা বক্তব্য রাখেন।

গত রবিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলা এলাকার একটি ভবনের সিঁড়ি থেকে ছাত্রনেতা জোবায়েদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ছিলেন।

ঘটনার পর পুলিশ বর্ষা নামে এক নারী শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড।

জোবায়েদ ঐ নারীকে টিউশন করাতেন বলে জানা গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর তদন্তের পরিধি বাড়ানো হবে বলে জানিয়েছেন লালবাগ জোনের ডেপুটি কমিশনার মাল্লিক আহসান উদ্দিন সামি।

বিক্ষোভ শেষে শাখা ছাত্রদলের নেতারা বলেন, “আমরা রাজনীতি করি মানুষের অধিকার রক্ষার জন্য। যদি এভাবেই কর্মীরা খুন হতে থাকে, তবে আমরা চুপ করে থাকব না। হত্যার বিচার না হলে আন্দোলনের আগুন সারা দেশের ক্যাম্পাসে ছড়িয়ে পড়বে।”

ছাত্রদলের বিক্ষোভ,নজরুল বিশ্ববিদ্যালয়,হত্যার প্রতিবাদ,জবি ছাত্রনেতা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত