ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

রাবির চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগে কমপ্লিট শাটডাউন ঘোষণা

রাবির চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগে কমপ্লিট শাটডাউন ঘোষণা

বৈষম্যমূলক নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন, ইন্টার্নশিপ ভাতা চালু এবং বিসিএস পরীক্ষায় চিকিৎসা মনোবিজ্ঞানের টেকনিক্যাল ক্যাডার সংযোজনের দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুর ২টার দিকে বিভাগীয় ভবনে তালা ঝুলিয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেন বিভাগের শিক্ষার্থীরা। এরপর তারা বিভাগের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। এর আগে, দুপুর ১টার দিকে তিন দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বরাবর একটি স্মারকলিপি জমা দেন তারা।

এসময় তারা, 'সাইকোলজির আধিপত্য, মানি না মানবো না', 'এক দুই তিন চার ডিপার্টমেন্টে তালা মার', বৈষম্য নিপাত যাক, সিন্ডিকেট মুক্তি পাক', 'সাইকোলজির আধিপত্য ভেঙে দাও গুড়িয়ে দাও', 'ক্লিনিক্যালের বাংলায় সাইকোলজির ঠাঁই নাই', 'ডিপার্টমেন্টে রাজনীতি চলবে না চলবে না' সহ নানান স্লোগান দিতে থাকেন।

এ বিষয়ে চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জান্নাত জামান বলেন, 'যেখানে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগ গুলোতে স্ব স্ব বিভাগ থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করার পরেই আবেদন করতে পারে। ২০২৩ পর্যন্ত আমাদের বিভাগেও একই নিয়ম ছিল, কিন্তু আমাদের বিভাগের সভাপতি হিবে মনোবিজ্ঞান বিভাগের একজন শিক্ষক আসায় আমাদের নিয়োগ বিজ্ঞপ্তি পরিবর্তন করে মনোবিজ্ঞানের শিক্ষার্থীদের আবেদনের সুযোগ করে দিয়েছে। আমরা অনার্সে ৩ মাস মাস্টার্সে ৬ মাস ইন্টার্ন করে আসি সেখানে মনোবিজ্ঞানের শিক্ষার্থী অনেকেই আসে অ-বিজ্ঞান থেকে।'

একই বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী সুমন আলী বলেন, 'আমাদের ন্যায্য দাবি নিয়ে আমরা আজ এখানে অবস্থান নিয়েছি। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা বিভাগ চালু করতে দেবো না। ২০২৫ সালের নতুন শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আমরা লক্ষ্য করেছি— ২০২৩ সালের নিয়োগ সার্কুলারের অর্ডিন্যান্স পরিবর্তন করে কেবল সাইকোলজি বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে। অথচ সাম্প্রতিক সাইকোলজি বিভাগের শিক্ষক নিয়োগে ক্লিনিক্যাল সাইকোলজি থেকে কাউকেই নেওয়া হয়নি। উল্লেখযোগ্য বিষয় হলো, আমাদের বিভাগের বর্তমান চেয়ারম্যান সাইকোলজি বিভাগ থেকে আসার পরই এই পরিবর্তনটি করা হয়েছে।'

তিনি আরও বলেন, 'আমরা আমাদের দাবি আদায়ের জন্য ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি। যদি এই সময়ের মধ্যে আমাদের দাবি মেনে না নেওয়া হয়, তাহলে আমরা সম্পূর্ণ শাটডাউন কর্মসূচি চালিয়ে যাব।'

এসময় ওই বিভাগের প্রায় শতাধিক শিক্ষার্থী কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

রাবি,চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগে,কমপ্লিট শাটডাউন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত