ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

জকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২২ ডিসেম্বর

জকসু নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ২২ ডিসেম্বর

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২২ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গণনা শেষে পরদিন ২৩ ডিসেম্বর ফলাফল ঘোষণা করা হবে।

বুধবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের টিচার্স লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোস্তফা হাসান এ তারিখ ঘোষণা করেন।

তিনি জানান, আগামী ২২ ডিসেম্বর জকসু নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। সেদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণ শেষ হওয়ার পরই গণনা শুরু হবে। গণনা শেষে পরদিন, অর্থাৎ ২৩ ডিসেম্বর, চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

অধ্যাপক ড. মোস্তফা হাসান আরও জানান, জকসু নির্বাচন সামনে রেখে চূড়ান্ত আচরণ বিধিমালা প্রকাশ ৫ নভেম্বর। খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ৬ নভেম্বর। ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ৯, ১০ ও ১১ নভেম্বর তিনদিন। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১২ নভেম্বর।

ঘোষিত তফসিল অনুযায়ী আসন্ন নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে ১৩, ১৬ ও ১৭ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র দাখিলের সময় নির্ধারণ করা হয়েছে ১৭ ও ১৮ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। যাচাই–বাছাই শেষে ২৩ নভেম্বর প্রকাশ করা হবে খসড়া প্রার্থী তালিকা। মনোনয়নপত্রের বৈধতা সংক্রান্ত আপিল গ্রহণ ও নিষ্পত্তি হবে ২৪, ২৫ ও ২৬ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এরপর ২৭ ও ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট নেওয়া হবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশিত হবে ৩ ডিসেম্বর (বুধবার)। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় নির্ধারিত হয়েছে ৪, ৭ ও ৮ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত, আর প্রত্যাহারকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ৯ ডিসেম্বর (মঙ্গলবার)।

প্রার্থীদের নির্বাচনী প্রচারণার সময় নির্ধারণ করা হয়েছে ৯ ডিসেম্বর (মঙ্গলবার) থেকে ১৯ ডিসেম্বর (শুক্রবার) পর্যন্ত। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২২ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে বিকেল ৪টা থেকে শুরু হবে ভোট গণনা। ২২ ও ২৩ ডিসেম্বর, সোমবার ও মঙ্গলবার—দুই দিনব্যাপী গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়,জকসু নির্বাচন,তফসিল,ঘোষণা,ভোট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত