ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

জুলাই আন্দোলনের বিচার ও ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে মানববন্ধন

জুলাই আন্দোলনের বিচার ও ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে মানববন্ধন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানে বাধা প্রদানকারীদের বিচারকার্য শুরু ও দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির ও সাধারণ শিক্ষার্থীরা।

রোববার (২৩ নভেম্বর) সকাল ৯টা থেকে নতুন প্রশাসনিক ভবনের সামনে দুই ঘণ্টাব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. সাদ কবির বলেন, “প্রথমে জানতে পারি জুলাই আন্দোলনে বাধা প্রদানকারীদের বিচার নাও হতে পারে। পরে দেখি একটি মহল বিচার ঠেকাতে সক্রিয় হয়েছে। তখন বুঝি আন্দোলন ছাড়া আর কোনো পথ নেই।”

তিনি আরও বলেন, “নাকসুর ফাইল ইউজিসি থেকে উধাও হওয়ার তথ্য আমরা পেয়েছি। একটি মহল চায় জাতীয় নির্বাচন পর্যন্ত নাকসু নির্বাচন স্থগিত রাখতে। তাই দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমরা আন্দোলনে নেমেছি।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম জানান, “জুলাই আন্দোলনে বাধা প্রদানকারীদের বিষয়ে তদন্ত রিপোর্ট ২৭ তারিখ সিন্ডিকেটে উঠবে এবং বিচারকার্য সম্পন্ন করা হবে।”

ছাত্র সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “নাকসুর ফাইল ইউজিসি থেকে উপরের পর্যায়ে পাঠানো হয়েছে। খুব শিগগিরই এ বিষয়ে আপডেট পাওয়া যাবে।”

আন্দোলনকারীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে ২৭ তারিখ পর্যন্ত আন্দোলন স্থগিত থাকবে। এ সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের অগ্রগতি বিষয়ে প্রশাসন প্রতি সপ্তাহে আপডেট দেবে।

জুলাই আন্দোলন,বিচার,ছাত্র সংসদ নির্বাচন,মানববন্ধন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত