ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের গঠনতন্ত্র সিন্ডিকেটে অনুমোদন

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের গঠনতন্ত্র সিন্ডিকেটে অনুমোদন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের জন্য প্রণীত গঠনতন্ত্র অবশেষে সিন্ডিকেটের অনুমোদন পেয়েছে।

শনিবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ৯০তম সিন্ডিকেট সভায় সর্বসম্মতভাবে গঠনতন্ত্রটি অনুমোদন করা হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, সিন্ডিকেটে অনুমোদনের পর গঠনতন্ত্রটি পরবর্তী প্রক্রিয়ার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) পাঠানো হবে।

কেন্দ্রীয় ছাত্র সংসদ পুনর্গঠনের দাবিতে গত কয়েক মাস ধরে ক্যাম্পাসে বিভিন্ন ছাত্রসংগঠন আন্দোলন করে আসছিল। নির্বাচন আয়োজনের পূর্বশর্ত হিসেবে প্রয়োজনীয় নীতিমালা, আচরণবিধি, সাংগঠনিক কাঠামো ও নির্বাচনী প্রক্রিয়া নির্ধারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি খসড়া গঠনতন্ত্র প্রণয়ন করে।

পরে একাধিক দফা শিক্ষক–শিক্ষার্থীর মতামত পর্যালোচনা করে খসড়াটিতে বিভিন্ন সংশোধনী আনা হয়। সংশোধিত গঠনতন্ত্র একাডেমিক কাউন্সিলে অনুমোদনের পর সিন্ডিকেটে চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করা হয়।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, সিন্ডিকেটে গঠনতন্ত্র অনুমোদনের মধ্য দিয়ে জাককানইবিতে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল।

নজরুল বিশ্ববিদ্যালয়,ছাত্র সংসদ,গঠনতন্ত্র,সিন্ডিকেট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত