পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাকে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। ২০ জানুয়ারি আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে এই পরিবর্তিত পোশাকের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে নতুন পোশাকের ছবি, তবে নেটিজেনদের মধ্যে বেশ কয়েকজন এই পোশাকগুলোর রঙ এবং ডিজাইন নিয়ে সমালোচনা করছেন।
জনপ্রিয় গায়ক আসিফ আকবর নিজের ফেসবুকে এই তিন বাহিনীর পোশাকের ডিজাইনার এবং অনুমোদনকারী কর্তৃপক্ষের বিরুদ্ধে রীতিমত ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন, তাদেরকে "রুচিহীনতার অভিযোগে" গ্রেফতার করা উচিত এবং মানসিক চিকিৎসার জন্য পাবনার হেমায়েতপুর পাগলা গারদে পাঠানোর অনুরোধ জানিয়েছেন।
এ বিষয়ে আসিফ আকবর মন্তব্য করেছেন, "সারা দেশে রুচিহীনতা ছড়িয়ে পড়লে তার দায়দায়িত্ব রুচিহীন সরকারকেই নিতে হবে।"
গায়কের এই পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই তার সঙ্গে একমত হয়েছেন এবং একে 'রুচির দুর্ভিক্ষ' হিসেবে অভিহিত করেছেন। বেশ কিছু নেটিজেন তাকে ধন্যবাদ জানিয়েছেন, কারণ তিনি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সরাসরি কথা বলেছেন।