ঢাকা ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

অপু বিশ্বাসের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

অপু বিশ্বাসের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ঢালিউড তারকা অপু বিশ্বাসের বিরুদ্ধে ‘সোনার থালা’ নামে একটি রেস্তোরাঁ উদ্বোধনে অংশ না নেওয়ার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার, রেস্তোরাঁটি উদ্বোধন করার কথা ছিল অভিনেত্রীর, কিন্তু তিনি অনুষ্ঠানে উপস্থিত হননি, এমনকি ৫০ হাজার টাকা অগ্রিম নেওয়ার পরও।

রেস্তোরাঁর মালিকের ভাই, নৃত্যপরিচালক ও অভিনয়শিল্পী প্রিন্স রানা বাংলাদেশ শিল্পী সমিতিতে অভিযোগ করেছেন যে, অপু বিশ্বাসকে ১ লাখ টাকায় কনফার্ম করে অনুষ্ঠানে হাজির থাকার জন্য বলা হয়েছিল। তবে তিনি ফোনে সাড়া না দেওয়ায় শেষ পর্যন্ত রেস্তোরাঁটি উদ্বোধন করা হয়। পরে, অপু বিশ্বাস ফোন করে ৫০ হাজার টাকা ফেরত চাওয়ার পর উল্টো বাকি ৫০ হাজার টাকা দাবি করেন।

অপু বিশ্বাসের প্রতিক্রিয়া জানতে চাইলে তার সাথে যোগাযোগ করা হলেও সাড়া পাওয়া যায়নি। শিল্পী সমিতি এই অভিযোগের তদন্ত করছে।

অপু বিশ্বাস,প্রতারণা,অভিযোগ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত