বর্তমান সময়ে ছোটপর্দার জনপ্রিয় মুখ কেয়া পায়েল বছরের বেশিরভাগ সময়ই বিভিন্ন শুটিংয়ে ব্যস্ত থাকেন। বিশেষ দিবসগুলোর মতো সময়গুলোতে কাজের চাপ আরও বেড়ে যায় তার।
আসন্ন ভালোবাসা দিবসে কেয়া পায়েল একাধিক নাটক নিয়ে আসছেন, যা তার কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। সম্প্রতি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে অভিনেত্রী ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত জীবন নিয়েও কথা বলেন।
এছাড়া, সম্প্রতি শুটিং স্পটে গোপনে ভিডিও ধারণের প্রবণতা নিয়ে কথা বলেন কেয়া পায়েল। তিনি জানান, এটা অত্যন্ত বিরক্তিকর। বিশেষ করে শুটিংয়ের সময় বা রিহার্সালে, যখন তিনি নিজেও জানেন না, কিছু লোক ভিডিও ধারণ করছে এবং তা সামাজিক মাধ্যমে পোস্ট করছে। কেয়া এ ব্যাপারে খুবই সোচ্চার। তিনি বলেন, শুটিংয়ের সময় অনুমতি ছাড়া ভিডিও ধারণ করা ঠিক নয় এবং ব্যক্তিগত মুহূর্তে কারও সঙ্গে কথা বলার সময় যদি ভিডিও করা হয়, তবে সেটি তার কাছে অত্যন্ত বিরক্তিকর মনে হয়।
এসব বিষয়ে আরও সচেতন হতে এবং অনুমতি নিয়ে ছবি ও ভিডিও তোলার আহ্বান জানান কেয়া। পাশাপাশি, ভালোবাসা দিবসের নাটকগুলোর বিষয়ে তিনি আশাবাদী, এবং দর্শকরা এসব নাটক পছন্দ করবেন বলে আশা প্রকাশ করেছেন।