ঢাকা ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

বিচ্ছেদের পর প্রেম নিয়ে ভাবনা মালাইকার 

বিচ্ছেদের পর প্রেম নিয়ে ভাবনা মালাইকার 

বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা ও অর্জুন কাপুরের প্রেম জীবন নিয়ে ভক্ত-অনুরাগীদের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। সম্প্রতি এই তারকা জুটির বিচ্ছেদের পর নেটিজেনদের মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। মালাইকার জীবনে এর আগেও দুটি সম্পর্ক ভেঙেছে। এবার বিচ্ছেদের পর প্রেম নিয়ে তার ভাবনা প্রকাশ্যে এনেছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করেছেন মালাইকা। ভিডিওতে দেখা যায়, একটি মেয়ে সুন্দর পোশাক পরে আনন্দে নাচছেন এবং তার সঙ্গীর সঙ্গে ছবি তুলছেন। ভিডিও শেয়ার করে মালাইকা ক্যাপশনে লিখেছেন, ‘ভালোবাসা ধৈর্যের, দয়ার। ভালোবাসা মানে ধীরে ধীরে মন হারানো।’ তার এই পোস্ট দেখে নেটিজেনদের অনেকে মনে করছেন, নতুন প্রেম খুঁজে পাওয়ার আশায় রয়েছেন মালাইকা।

অন্যদিকে, এক সাক্ষাৎকারে অর্জুন কাপুর নিজের বিয়ের পরিকল্পনার কথা জানিয়েছেন। তিনি বলেন, ‘এখনও বিয়ে নিয়ে পরিকল্পনা করিনি। তবে তেমন কিছু ভাবলে প্রথমেই সকলকে জানাবো। তবে আজ আমরা যদি শুধু সিনেমা নিয়ে কথা বলি, তাহলে ভালো হয়।’ মালাইকা ও অর্জুনের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ এখনও অব্যাহত রয়েছে।

মালাইকা,প্রেম,বিচ্ছেদ,ভাবনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত