ঢাকা ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাবিনা ইয়াসমিন

সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাবিনা ইয়াসমিন

দুই দিন চিকিৎসাধীন থাকার পর সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন। তার পারিবারিক সূত্র থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সাবিনা ইয়াসমিনের মেয়ে ইয়াসমিন ফায়রুজ বাঁধন জানান, “আপাতত আম্মুর তেমন কোনো শারীরিক সমস্যা নেই। পুরোপুরি সুস্থ আছেন।”

তিনি আরও বলেন, “আম্মুর শারীরিক অবস্থা নিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি বোর্ড গঠন করা হয়েছিল। সব রিপোর্ট পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণের পর চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত তার তেমন কোনো শারীরিক সমস্যা নেই। তিনি পুরোপুরি সুস্থ আছেন।”

এর আগে, এইচএসবিসি আয়োজিত “আমাদের সাবিনা ইয়াসমিন: আমি আছি থাকবো” অনুষ্ঠানে গান গাওয়ার সময় রাত ৮টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়েন।

উল্লেখ্য, ২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে একাধিক স্টেজ শো করেন সাবিনা ইয়াসমিন। এরপর আর তাকে মঞ্চে দেখা যায়নি। এখন সুস্থ হয়ে বাড়ি ফিরে ভক্তদের মধ্যে স্বস্তি ফিরিয়েছেন তিনি।

সাবিনা ইয়াসমিন,সুস্থ,হাসপাতাল,সংগীতশিল্পী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত