ঢাকা ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১ | বেটা ভার্সন

অভিনেত্রী পপির গোপন বিয়ে, আছে সন্তানও

অভিনেত্রী পপির গোপন বিয়ে, আছে সন্তানও

ঢালিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী সাদিকা পারভীন পপি যেন হঠাৎ করেই অন্তরালে চলে গেছেন। একসময় ধারণা করা হয়েছিল, হয়তো সাময়িক বিরতিতে আছেন তিনি। তবে সময়ের সঙ্গে সঙ্গে স্পষ্ট হয়েছে যে, বিনোদন অঙ্গন থেকে একেবারেই বিদায় নিয়েছেন এই নায়িকা।

সম্প্রতি পপির ব্যক্তিগত জীবন ঘিরে নানা আলোচনা শুরু হয়েছে। তার চুপিচুপি বিয়ে ও সন্তানের খবর দীর্ঘদিন ধরেই গুঞ্জন হিসেবে শোনা যাচ্ছিল। এবার সেই গুঞ্জন যেন আরও জোরালো হলো, কারণ প্রকাশিত হয়েছে তার স্বামী ও সন্তানের ছবি। ছবিতে দেখা গেছে, পপির ছেলে আয়াত বেশ বড় হয়ে গেছে।

এ বিষয়ে জানতে চাইলে নায়িকা পপি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তার মেজ বোন ফিরোজা পারভীন জানান, "আমরাও তো ঠিকমতো জানি না। পপি কবে বিয়ে করেছে, সে একাই বিয়ে করেছে। হঠাৎ একদিন সন্তানসহ আমাদের সামনে হাজির হয়েছে।"

বর্তমানে পপি স্বামী-সন্তান নিয়ে রাজধানীর ধানমন্ডিতে বসবাস করছেন। তবে এই মুহূর্তে তিনি খুলনায় অবস্থান করছেন বলে জানা গেছে। তার স্বামী আদনান উদ্দিন কামাল পেশায় একজন ব্যবসায়ী।

এদিকে, পপির বিরুদ্ধে পারিবারিক সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। সম্প্রতি তার বোন ফিরোজা পারভীন স্থানীয় থানায় পপির বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা যায়, সোমবার (২৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় পপি তার স্বামী ও সহযোগীদের নিয়ে খুলনার সোনাডাঙ্গার শিববাড়িতে যান এবং পৈতৃক সম্পত্তি দখল নেওয়ার চেষ্টা করেন। এতে বাধা দিলে ফিরোজা পারভীনসহ পরিবারের অন্য সদস্যদের হুমকি দেন তিনি ও তার স্বামী।

এ বিষয়ে জানতে চাইলে পপি কোনো মন্তব্য করতে চাননি।

১৯৯৭ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘আমার ঘর আমার বেহেশত’ সিনেমার মাধ্যমে ঢালিউডে আত্মপ্রকাশ করেন পপি। তবে তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ছিল ‘কুলি’, যেখানে তিনি ওমর সানীর বিপরীতে অভিনয় করেন। সিনেমাটি সে সময় ৭ কোটি টাকার ব্যবসা করেছিল। এরপর একাধিক হিট সিনেমায় অভিনয় করেন তিনি এবং তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেন।

বিয়ে,গোপন,অভিনেত্রী,পপি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত