বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর সমালোচনার মুখে পড়েন উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয়। তিনি দাবি করেছিলেন, সহকর্মীরা তাকে এড়িয়ে চলছেন এবং কাজও হারিয়েছেন।
তবে এখন সামাজিক মাধ্যমে নীতিবাক্য ও উপলব্ধিমূলক পোস্ট দিচ্ছেন তিনি। বুধবার এক পোস্টে জয় লেখেন, “মহানবী (সা.) মধ্যপন্থা অবলম্বনের কথা বলেছেন, যা বিজ্ঞানও প্রমাণ করেছে।”
এছাড়া, ভারতের প্রখ্যাত চিকিৎসক দেবি শেঠির একটি কলামের প্রসঙ্গ টেনে জয় বলেন, “ডায়েট, ব্যায়াম বা ওষুধ, কোনো কিছুই অতিরিক্ত হওয়া উচিত নয়। মধ্যপন্থাই শান্তি আনে।”
তিনি আরও লেখেন, “অনেকেই বাহ্যিক সুখ দেখানোর চেষ্টায় ব্যস্ত, কিন্তু প্রকৃত সুখ থাকে অন্তরে।” তার এই বার্তা অনুসারীদের মনে দাগ কেটেছে। অনেকেই পোস্টে ইতিবাচক মন্তব্য করেছেন এবং তাকে ধন্যবাদ জানিয়েছেন।