জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বড় পর্দায় অভিষেক করেই সাফল্যের নতুন মাত্রা যোগ করলেন। মাকসুদ হোসেন পরিচালিত ‘সাবা’ চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবারের মতো বড় পর্দায় অভিনয় করে তিনি আন্তর্জাতিক অঙ্গনে সুনাম কুড়িয়েছেন।
‘সাবা’ চলচ্চিত্রটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তির আগেই টরন্টো, বুসান, রেড সিসহ বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা পেয়েছে। সম্প্রতি ভারতের ব্যাঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান সিনেমা কম্পিটিশনে তৃতীয় স্থান অর্জন করে ছবিটি। এই সাফল্যের খবর সামাজিক মাধ্যমে শেয়ার করে আনন্দ প্রকাশ করেন মেহজাবীন।
মেহজাবীন লেখেন, আজকের সকালটা কত সুন্দর! ব্যাঙ্গালুরু ফিল্ম ফেস্টিভ্যালের এশিয়ান সিনেমা কম্পিটিশনে তৃতীয় স্থান অর্জন করেছে ফিচার ফিল্ম সাবা। টিমের সকলকে অভিনন্দন।
১৪ বছরের টিভি অভিনয়জীবন পেরিয়ে বড় পর্দায় অভিষেক করলেন মেহজাবীন। ‘সাবা’ চলচ্চিত্রে তার সঙ্গে অভিনয় করেছেন রোকেয়া প্রাচী ও মোস্তফা মনওয়ার। চলচ্চিত্রটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন ত্রিলোরা খান ও মাকসুদ হোসেন।