জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সাদিকা পারভিন পপি পারিবারিক দ্বন্দ্ব ও জমি দখল নিয়ে মা, ভাই ও বোনের বিরুদ্ধে কঠোর অভিযোগ এনেছেন। তিনি জানান, ৩০ বছর ধরে পরিবারের জন্য সবকিছু করলেও এখন তার মান-সম্মান ও প্রাপ্য জমি নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। পপি দাবি করেন, তার কষ্টার্জিত টাকায় কেনা জমি অন্যায়ভাবে দখল করে রেখেছে তার মা ও বোনেরা।
গত ৩ ফেব্রুয়ারি পপির বোন ফিরোজা পারভিন খেয়ালি তার বিরুদ্ধে জিডি করলে পপিও মা, ভাই ও বোনের বিরুদ্ধে জিডি করেন। পপি জানান, তার করা জিডি তদন্তাধীন এবং তিনি আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন। তিনি বলেন, "আমার জমির দলিল আমার নামে, কিন্তু মা ও বোনেরা তা দখল করে রেখেছে। আমার স্বামী ও সন্তানকে অসম্মান করা হয়েছে, এমনকি শ্বশুরবাড়িতে ফোন করে মিথ্যাচার করা হয়েছে।"
এরপর এক মাস পেরিয়ে গেছে। সাধারণ ডায়েরির সর্বশেষ অবস্থা জানতে চাইলে পপি বলেন, ‘আমার বিরুদ্ধে আনীত অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। আমার করা সাধারণ ডায়েরি তদন্তাধীন।আইনিভাবেই লড়াই করব। বর্তমানে মামলার প্রস্তুতি চলছে। অন্যায়ভাবে আমার জমি দখলে রেখেছে। ছয় কাঠা জমির দলিল আমার নামে। সামনের অংশের জমিতে ভাগ পাব। কিন্তু সব কিছু মা-বোনেরা দখলে রেখেছে। সামনে যে ঘর তুলেছিলাম, তা থেকে প্রায় ৬০ হাজার টাকা ভাড়া আসে। সব তারাই নেয়।’
পপির দাবি, তার ভাই দীপু মা ও বোনের অন্যায় স্বীকার করেছেন, যা ভিডিওর মাধ্যমে প্রমাণিত। তবে পপির মা ও বোন তার অভিযোগ অস্বীকার করেছেন। পপির পাঠানো দলিলে ৬ কাঠা জমি ক্রয়ের সত্যতা পাওয়া গেছে। তিনি বলেন, "প্রয়োজনে আমার প্রাপ্য জমি এতিমখানা বা মাদরাসায় দান করব, কিন্তু যারা আমার সম্মানহানি করেছে, তাদের ছাড় দেব না।"
পারিবারিক এই দ্বন্দ্ব নিয়ে পপির কঠোর অবস্থান ও আইনি লড়াইয়ের প্রস্তুতি সামাজিক আলোচনার জন্ম দিয়েছে।