ঢাকা বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২ | বেটা ভার্সন

‘আমি কেবল অভিনেতা, আর কিছু না’ বললেন: আরিফিন শুভ

‘আমি কেবল অভিনেতা, আর কিছু না’ বললেন: আরিফিন শুভ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’-এ অভিনয়ের মাধ্যমে আলোচনার শীর্ষে উঠে এসেছিলেন অভিনেতা আরিফিন শুভ। যদিও দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর সেই অভিনয় নিয়ে বেশ সমালোচনার মুখে পড়েন তিনি। তবে সমস্ত বিতর্ক পাশ কাটিয়ে বর্তমানে অভিনয়েই মনোনিবেশ করেছেন এই ঢালিউড তারকা।

সম্প্রতি ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শুভ বলেন,“পৃথিবীর সব অভ্যুত্থানের সঙ্গেই কিছু না কিছু কোল্যাটারাল ড্যামেজ থাকে। আপনি হয়তো নিরীহভাবে পার্কে হাঁটছিলেন, তবুও একটা ঘটনা আপনার জীবনে প্রভাব ফেলল। আমি অরাজনৈতিক মানুষ, কেবল অভিনয়টাই করি। ব্যবসা করি না, ব্যাকআপও নেই। যদি বড় কোনো সমস্যা হতো, তাহলে আজ কলকাতার এই কাফেতে বসে সাক্ষাৎকার দিতেই পারতাম না।”

বর্তমানে শুভ ভারতেই অবস্থান করছেন তার প্রথম হিন্দি ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’-র কাজে। এর পাশাপাশি, আসন্ন কোরবানির ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘নীলচক্র’, যা এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় দারুণ আলোড়ন তুলেছে।

ব্যক্তিজীবন নিয়েও কথা বলেন শুভ। বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে তিনি বলেন,“সম্পর্ক ভাঙার ঘটনা নতুন কিছু নয়। অভিনয়জগতে থাকার কারণে আমাদের নিয়ে বেশি চর্চা হয়। বাইরের আলোচনা আমার ওপর প্রভাব ফেলে না।”

সোশ্যাল মিডিয়া নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি জানান,“ছয় বছর ধরে আমি ফেসবুক থেকে দূরে। একটা অফিসিয়াল পেজ আছে, সেটা টিম চালায়। ফেসবুক এখন হেট মেশিনে পরিণত হয়েছে। মানুষ নিজের জীবনে অসন্তুষ্ট হয়ে অন্যের সম্পর্কে বাজে কথা বলে শান্তি খোঁজে। কিন্তু তারা জানেই না আমি কী অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি।”

ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে শুভ বলেন,“আমার সামনে ‘নীলচক্র’ ছাড়াও ‘নুর’, ‘ঠিকানা বাংলাদেশ’ ও ‘লহু’—এই সিনেমাগুলোর কাজ আছে। আমি সব সময় চেষ্টা করি, আমাকে যেভাবে লেখা হয়, সেই চরিত্রটাই হয়ে উঠতে। আপনি আমাকে পৃথিবীর সবচেয়ে বোকা লোকের চরিত্র দিন, আমি সেখানেও নিজেকে উজাড় করে দেব। কিন্তু বাস্তবেও আমি সেই লোকটা—তা তো নয়।”

নিজেকে শুধুই একজন অভিনেতা হিসেবে পরিচিত করতেই যেন সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন আরিফিন শুভ। তার ভাষায়, অভিনয়ের বাইরের জগতে তার কোনো আগ্রহ নেই, বিতর্ক নয়, কেবল অভিনয়ই তার ধ্যান-জ্ঞান।

আরিফিন শুভ,অভিনেতা,ঢালিউড
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত