বলিউড সুপারস্টার শাহরুখ খানের মুম্বাইয়ের মান্নাতের বাসভবনে বেআইনি সংস্কার কাজের অভিযোগ উঠেছে। এ নিয়ে ইতিমধ্যে ভারতীয় প্রশাসনের যৌথ দল পরিদর্শন করেছে বলে দেশটির সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
সূত্রে জানা গেছে, গত কয়েক মাস ধরে শাহরুখের মান্নাতের বাড়িটি সংস্কার করা হচ্ছে। এ সময় তিনি পরিবারসহ অন্যত্র অবস্থান করছেন। তবে এই সংস্কার কাজে উপকূলীয় অঞ্চলের নির্মাণ সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগ ওঠায় বন বিভাগ এবং বৃহন্মুম্বাই পুরসভার কাছে অভিযোগ জমা পড়ে। এরপরই গত শুক্রবার দুই বিভাগের কর্মকর্তারা যৌথভাবে শাহরুখের বাড়ি পরিদর্শন করেন।
বন বিভাগের এক উচ্চপদস্থ কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানান, বেআইনি সংস্কারের অভিযোগ পেয়েই তারা পুরসভার সঙ্গে সমন্বয় করে মান্নাতের বাংলো পরিদর্শনে যান। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শীঘ্রই একটি প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানানো হয়েছে।
অন্যদিকে, বৃহন্মুম্বাই পুরসভার পক্ষ থেকে বলা হয়েছে, বন বিভাগের অনুরোধেই তারা এই তদন্তে অংশ নেন এবং তাদের এ নিয়ে আলাদা কোনো ভূমিকা নেই।
তবে শাহরুখ খানের সহকারী এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন। তার দাবি, বাড়ির সংস্কার কাজে কোনো আইন লঙ্ঘন করা হয়নি। সবকিছুই সরকারি নির্দেশিকা মেনেই করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় সব নথি সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হবে বলেও জানানো হয়েছে।
প্রশাসনের তদন্ত প্রতিবেদন প্রকাশের পরই স্পষ্ট হবে শাহরুখ খানের বিরুদ্ধে আইনি কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না। এই ঘটনায় বলিউড ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে।
পরিশেষে বলতে চাই, শাহরুখ খানের মতো তারকাদের ব্যক্তিগত স্থাপনা নিয়ে বিতর্ক নতুন নয়। তবে আইনি প্রক্রিয়া যেভাবে এগোচ্ছে, তাতে এই মামলা আরও উত্তপ্ত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।