এ সময়ের শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী আকাশ মাহমুদ। এই সংগীতশিল্পীর প্রায় সব গান দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে। আকাশ নিজে যেমন ভালো গান গাইতে পারেন ঠিক তেমনি দারুণ সুর করেন। সংগীতায়োজনের কাজেও অনবদ্য তিনি। সেই সাফল্যে উজ্জীবিত হয়েই নিয়মিত গান করে যাচ্ছেন এই তরুণ। তারই ধারাবাহিকতায় সম্প্রতি ব্লাক বক্স মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে আকাশ মাহমুদের কণ্ঠে ‘চোখে লাগে তোর পিরিতের নেশা’ শিরোনামের নতুন গান। এতে তার সঙ্গে দ্বৈতভাবে গেয়েছেন মহুয়া মুনা। আশিক মাহমুদের কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ নিজেই। গানের কথার সঙ্গে মিল রেখে মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। গানটি কোরিওগ্রাফি করেছেন গৌরব গোগো এবং পরিচালনা করেছেন আশিক মাহমুদ। ভিডিওতে মডেল হয়েছেন- আরাফাত আজগর ও জয়শ্রী দেবী। প্রযোজনা করেছেন রনি। কেক কাটার মধ্য দিয়ে গানটি প্রকাশ পায়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কণ্ঠশিল্পী ও মিউজিক ডিরেক্টর, মডেল, নির্মাতা, কোরিওগ্রাফার নাচের টিমসহ আরও অনেকে।