ঢাকা সোমবার, ১৪ জুলাই ২০২৫, ৩০ আষাঢ় ১৪৩২ | বেটা ভার্সন

আমাদের বিচ্ছেদ হয়নি, লিখেই ডিলিট করলেন কনার স্বামী

আমাদের বিচ্ছেদ হয়নি, লিখেই ডিলিট করলেন কনার স্বামী

ছয় বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। বুধবার (১৯ জুন) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে স্বামী মো. ইফতেখার গহিনের সঙ্গে বিচ্ছেদের ঘোষণা দেন কনা।

এই খবরে হতবাক ও মর্মাহত কনার ভক্ত-অনুরাগীরা। তবে কনার পোস্টের পরপরই শুরু হয় নতুন বিতর্ক—বিচ্ছেদ নিয়ে ভিন্ন বক্তব্য দেন কনার স্বামী ইফতেখার গহিন।

কনার ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই কনার স্বামী নিজের ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট দিয়ে জানান, “আমাদের বিচ্ছেদ হয়নি।” পরে অবশ্য সে পোস্ট আর খুঁজে পাওয়া যায়নি, অর্থাৎ তিনি তা মুছে ফেলেছেন।

পোস্টে গহিন লেখেন, “কনাকে নিয়ে যা লিখছেন, তা কুচক্রী ও কুরুচিপূর্ণ মানুষের বানানো। আমাদের কিছু পারিবারিক সমস্যা চলছে, যেটা আমরা দুজনেই সমাধানের চেষ্টা করছি। কোনো পরকীয়া বা নোংরা কিছু ঘটেনি। যদি কখনও আলাদা হতেই হয়, তবে সেটি দীর্ঘদিনের দ্বন্দ্বের ফল হবে।”

এই পোস্টে কণাকে ট্যাগ করা হলেও, তিনি কোনো প্রতিক্রিয়া জানাননি।

দীর্ঘ সাত বছরের প্রেমের পর ২০১৯ সালের ২১ এপ্রিল ব্যবসায়ী গোলাম মো. ইফতেখার গহিনকে বিয়ে করেন কণা। পারিবারিক আয়োজনেই হয়েছিল এই বিয়ে—বহির্বিশ্বে সে সময় কোনো আয়োজন বা আনুষ্ঠানিকতা প্রকাশ্যে আসেনি।

কনা,বিচ্ছেদ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত