সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মন্তব্যকে কেন্দ্র করে প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়। ছড়িয়ে পড়া ওই মন্তব্যে লেখা ছিল—‘বিয়ের জন্য ভার্জিন মেয়ে খুঁজবেন না, সভ্য মানুষ খুঁজুন। সতীত্ব এক রাতেই শেষ হতে পারে, কিন্তু আচরণই আসল পরিচয়।’
এই বক্তব্য ঘিরে নেটদুনিয়ায় শুরু হয় আলোচনা-সমালোচনার ঝড়। কেউ একে সময়োপযোগী বলেছেন, কেউ আবার ব্যক্তিগত মূল্যবোধ নিয়ে প্রশ্ন তুলেছেন।
সব জল্পনার অবসান ঘটিয়ে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এক প্রতিবাদ জানান প্রিয়াঙ্কা চোপড়া। তিনি স্পষ্ট ভাষায় বলেন, এই উক্তি তার নয় এবং এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার নামে চালিয়ে দেওয়া হয়েছে।
ইনস্টাগ্রাম স্টোরিতে প্রিয়াঙ্কা লেখেন,‘এটা আমি বলিনি, এটা আমার কণ্ঠও নয়। শুধুমাত্র ভাইরাল হওয়ার জন্য মানুষ যা খুশি তৈরি করছে। অনুগ্রহ করে যাচাই না করে এসব বিশ্বাস করবেন না।’
তিনি আরও লেখেন, ‘সোশ্যাল মিডিয়ায় যা দেখি, তার সবটাই সত্য নয়। একটু সতর্ক হোন, যাচাই করুন।’
যদিও এই নির্দিষ্ট মন্তব্যটি ভুয়া প্রমাণিত, তবে নারীর অধিকার, সম্মান ও সমতা নিয়ে প্রিয়াঙ্কা চোপড়া বরাবরই সোচ্চার। নিজেকে নারীবাদী বলতে গর্ববোধ করেন তিনি এবং বিভিন্ন আন্তর্জাতিক প্ল্যাটফর্মে নারী-পুরুষের সমান সুযোগ নিয়ে বক্তব্য দিয়েছেন বহুবার।