অনলাইন সংস্করণ
১৮:৩৮, ১৭ জুলাই, ২০২৫
সম্প্রতি হিন্দি রাশকে দেওয়া এক সাক্ষাৎকারে বলিউডে কাজ করতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়েছেন অভিনেত্রী জেরিন খান। সাক্ষাৎকারে তিনি জানান, ‘আকসার ২’ সিনেমার শুটিংয়ের সময় তাকে অপ্রয়োজনীয় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে ও খোলামেলা পোশাক পরতে বাধ্য করা হয়েছিল।
জেরিন বলেন, “যখন ‘আকসার ২’-এর গল্প প্রথম শুনেছিলাম, তখন ভেবেছিলাম এটি হিট সিনেমার সিক্যুয়েল। পরিচালক অনন্ত মহাদেবনকে জিজ্ঞাসা করেছিলাম, কোনো ঘনিষ্ঠ দৃশ্য আছে কি না। তিনি বলেছিলেন, না। কিন্তু শুটিং শুরু হলে প্রতিদিনই নতুন নতুন ঘনিষ্ঠ দৃশ্য যোগ করা হতে থাকল।”
তিনি আরও জানান, সিনেমায় যেসব দৃশ্যের প্রয়োজন ছিল না, সেখানেও চুমুর দৃশ্য রাখা হতো এবং খোলামেলা পোশাক পরতে বাধ্য করা হতো। জেরিনের অভিযোগ, শুটিংয়ের সময় আচমকা এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে, যা শুরুর আগে জানানো হয়নি।
পরিচালক অনন্ত মহাদেবন প্রসঙ্গে জেরিন বলেন, ‘তিনি প্রযোজকদের কিছু বলতে পারতেন না। উল্টো আমার বিরুদ্ধে কথা বলতেন। আবার আমার সামনে এসে বলতেন, প্রযোজকরা নাকি চাপ দিচ্ছে। শেষ পর্যন্ত সব দোষ এসে পড়ে আমার ওপর।’
‘বীর’, ‘হেট স্টোরি ৩’, ‘আকসার ২’-এর মতো সিনেমায় অভিনয় করেও বলিউডে এমন বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে বলে জানান জেরিন। অনেক বছর পর হলেও এবার বিষয়টি নিয়ে সরাসরি কথা বললেন তিনি।
জেরিনের এই মন্তব্য বলিউড ইন্ডাস্ট্রিতে নতুন করে আলোচনা তৈরি করেছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই তাকে সমর্থন জানিয়েছেন।