অনলাইন সংস্করণ
২১:৪৭, ২৫ জুলাই, ২০২৫
১৫ বছর আগে শুরু হয়েছিল সিনেমাটির যাত্রা। নানা বাধা পেরিয়ে অবশেষে মুক্তি পাচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত ‘পুতুলনাচের ইতিকথা’। সিনেমায় ‘কুসুম’ চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জয়া আহসান।
সম্প্রতি সিনেমাটির ট্রেলার প্রকাশ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সংলাপের একটি ভিন্ন ব্যাখ্যা তুলে ধরেন জয়া। উপন্যাসের বিখ্যাত সংলাপ “শরীর! শরীর! তোমার মন নাই কুসুম?” স্মরণ করে জয়ার কাছে প্রশ্ন ছিল— তিনি কি মনকে প্রাধান্য দেন?
হেসে জয়া বলেন, “মন দিয়ে তো মানুষকে ছোঁয়া যায় না। শরীর দিয়ে মন ছুঁতে হয়। আমার জীবনে মন ও শরীর— উভয়ের ভূমিকাই গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস, কুসুমেরও তাই।”
পরিচালক সুমন মুখোপাধ্যায় বলেন, “১৫ বছর আগে সিনেমাটির পরিকল্পনা শুরু করলেও নানা জটিলতায় মুক্তি বিলম্বিত হয়েছে। কখনো উপন্যাসের স্বত্ব পাওয়া, কখনো প্রযোজকের সংকট— কিছুই সহজ ছিল না। এরপর মহামারি এসে কাজ একেবারে থমকে দেয়।”
তবে পরিচালক মনে করেন, এই সময়টা একেবারে বৃথা যায়নি। তিনি বলেন, “এত বছর ধরে দেশে-বিদেশে ঘুরে এমন অনেক জায়গার ভিডিও সংগ্রহ করেছি, যা শুটিংয়ের জন্য কাজে লেগেছে।”
সিনেমার গল্প ও চরিত্রগুলোর প্রসঙ্গে সুমন বলেন, “এখনও মনে করি, সমাজ বদলালেও ‘পুতুল’ হয়ে থাকা মানুষের সংখ্যা কমেনি। আমাদের নায়ক শশী যেমন গ্রামের বাইরেও যেতে পারেনি— তেমনি আমিও সিনেমার স্বপ্ন দেখলেও এর বাস্তবায়ন করতে পারিনি এতদিন।”
এ সিনেমায় জয়া আহসানের পাশাপাশি আরও অভিনয় করেছেন ধৃতিমান চট্টোপাধ্যায়, শান্তিলাল মুখোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায় ও সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়।‘পুতুলনাচের ইতিকথা’ মুক্তি পাবে উপন্যাস প্রকাশের ৯০ বছর পূর্তিতে।