ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ক্যারিয়ারে প্রথমবারের মত জাতীয় পুরস্কার পেলেন শাহরুখ খান

ক্যারিয়ারে প্রথমবারের মত জাতীয় পুরস্কার পেলেন শাহরুখ খান

বলিউড সুপারস্টার শাহরুখ খান তার দীর্ঘ ৩৩ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে প্রথমবারের মতো ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। ২০২৫ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ‘জাওয়ান’ সিনেমায় অনবদ্য অভিনয়ের জন্য তাকে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতিতে ভূষিত করা হয়েছে।

শাহরুখ খানের এই পুরস্কারপ্রাপ্তির খবর ছড়িয়ে পড়ার পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। তার কোটি কোটি ভক্তদের মাঝে বইছে আনন্দ ও উচ্ছ্বাসের নতুন ঢেউ।

‘কিং খান’ খ্যাত এই অভিনেতার ঝুলিতে রয়েছে অসংখ্য সুপারহিট ও ব্লকবাস্টার সিনেমা। তবে এতদিন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছিল তার জন্য এক অপূর্ণতা। 'জাওয়ান'-এর মাধ্যমে সেই শূন্যতা এবার পূরণ হলো।

অ্যাকশন, রোমান্স ও ড্রামার দুর্দান্ত সংমিশ্রণে নির্মিত 'জাওয়ান' সিনেমাটিতে শাহরুখ খান নিজের অভিনয় দক্ষতার নতুন দিগন্ত উন্মোচন করেন। বক্স অফিসে ছবিটি ছিল বছরের সবচেয়ে সফল সিনেমাগুলোর একটি। শুধু ব্যবসায়িক সাফল্যই নয়, সমালোচকদের কাছেও অভিনয়ের জন্য প্রশংসা কুড়ান শাহরুখ।

বিশ্বজুড়ে শাহরুখ খানের জনপ্রিয়তা অসীম। ফ্রান্স সরকার তাকে ‘অর্ডার দেস আর্টস এট দেস লেটারস’ ও ‘লিজিয়ন অব অনার’ সম্মাননায় ভূষিত করেছে। এ ছাড়াও, তিনি পেয়েছেন একাধিক আন্তর্জাতিক স্বীকৃতি ও সম্মাননা।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া নিয়ে এখনো শাহরুখ খানের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বলিউড ও চলচ্চিত্র অঙ্গনের অনেকেই তাকে অভিনন্দন জানিয়েছেন।

শাহরুখ খান,জাতীয় পুরস্কার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত