অনলাইন সংস্করণ
১৫:৩৩, ০২ আগস্ট, ২০২৫
ঈদুল আজহায় মুক্তির পরপরই আলোচনায় আসে তানিম নূর পরিচালিত সিনেমা ‘উৎসব’। পারিবারিক সম্পর্ক, আত্মণ্ডঅন্বেষণ এবং সময়ের আবেগময় প্রেক্ষাপট তুলে ধরা এ সিনেমাটি দেশের মাল্টিপ্লেক্সগুলোতে টানা সাত সপ্তাহ প্রদর্শিত হয়ে প্রশংসা কুড়ায়। এবার প্রেক্ষাগৃহ পেরিয়ে সিনেমাটি আসছে ওটিটি প্ল্যাটফর্মে। ওটিটি প্ল্যাটফর্ম চরকি জানিয়েছে, ৬ আগস্ট রাত ১২টা ১ মিনিটে (অর্থাৎ ৭ আগস্ট) থেকে সিনেমাটি দেখা যাবে তাদের অ্যাপে। ফলে দেশের যেসব অঞ্চলে প্রেক্ষাগৃহ নেই, সেসব দর্শক এবং প্রবাসে থাকা বাংলা ভাষাভাষীরাও এবার ঘরে বসে ‘উৎসব’ উপভোগ করতে পারবেন। এ নিয়ে পরিচালক তানিম নূর বলেন, ‘ওটিটি এখন সিনেমার নতুন ডিস্ট্রিবিউশন মাধ্যম। প্রেক্ষাগৃহে যারা ‘উৎসব’ দেখতে পারেননি, তাদের জন্য এটা বড় সুযোগ।