অনলাইন সংস্করণ
২১:০৮, ১১ আগস্ট, ২০২৫
বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয় তুর্কি ঐতিহাসিক ড্রামা সিরিজ ‘কুরুলুস ওসমান’ এবার বাংলাভাষী দর্শকদের জন্য আসছে। ডিজিটাল ওটিটি প্ল্যাটফর্ম টফি অ্যাপের সঙ্গে একটি চুক্তির মাধ্যমে সিরিজটির ছয়টি সিজনই বাংলায় ডাব করে স্ট্রিম করার ব্যবস্থা করা হয়েছে। এর ফলে দর্শকরা এবার বাংলায় মাতৃভাষায় ইতিহাসের এই গাথা উপভোগ করতে পারবেন।
‘কুরুলুস ওসমান’ হলো জনপ্রিয় সিরিজ ‘দিরিলিস এরতুগ্রুল’ এর সিক্যুয়েল। সিরিজটিতে দেখানো হয়েছে এরতুগ্রুল গাজীর ছেলে ওসমান বে’র জীবন ও সংগ্রামের গল্প। মঙ্গোল এবং বাইজান্টাইন শাসকদের বিরুদ্ধে ওসমান বে’র সংগ্রাম, কূটনীতি, বিশ্বাসঘাতকতা, যুদ্ধ এবং প্রেমের নানা দিক উঠে আসে এই সিরিজে। সিরিজটি মূলত সীমান্তবর্তী এক ছোট গোত্রের নেতার থেকে উসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা হয়ে ওঠার কাহিনি নিয়ে গড়ে উঠেছে।
ওসমান বে’র চরিত্রে অভিনয় করেছেন তুর্কি সুপারস্টার বুরাক ওজচিভিত। এছাড়া গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন রাগিপ সাভাশ, ওজগে তোরের, ইয়িলদিরাই শাহিনলার ও সেরহাত কিলিচসহ অনেকে। বাংলা ভাষাভাষীরা এবার নিজেদের ভাষায় সহজে এই সিরিজটি উপভোগ করতে পারবেন, যা তুর্কি সংস্কৃতি এবং ইতিহাস সম্পর্কে তাদের জানার আগ্রহ বাড়াবে বলে আশা করা হচ্ছে।
‘কুরুলুস ওসমান’ সিজন ৬ সহ আগের সিজনগুলো টফি অ্যাপে শিগগিরই স্ট্রিমিং শুরু হবে, যেখানে দর্শকরা যেকোনো সময় তাদের পছন্দের ডিভাইস থেকে সিরিজটি উপভোগ করতে পারবেন।