অনলাইন সংস্করণ
২১:১২, ১৫ আগস্ট, ২০২৫
হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও চলচ্চিত্র নির্মাতা অ্যাঞ্জেলিনা জোলি যুক্তরাজ্যের কটসওল্ডসে বসবাসের কথা ভাবছেন। ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট পদে প্রত্যাবর্তনের পর তিনি যুক্তরাষ্ট্র ছেড়ে বিদেশে স্থায়ী হওয়ার চিন্তা করছেন বলে জানিয়েছে মার্কিন বিনোদন মাধ্যম পিপল।
‘ম্যালেফিসেন্ট’, ‘দ্য ট্যুরিস্ট’ ও ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’-এর মতো জনপ্রিয় ছবির অভিনেত্রী জোলি বর্তমানে লস অ্যাঞ্জেলেসে বসবাস করছেন।
তবে তিনি নাকি কখনোই এলএ-তে স্থায়ীভাবে থাকতে চাননি। প্রাক্তন স্বামী ব্র্যাড পিটের সঙ্গে সন্তানের অভিভাবকত্ব চুক্তির কারণে এতদিন শহর ছাড়তে পারেননি।
বিনোদন মাধ্যম পিপল জানিয়েছে, ৫০ বছর বয়সী এই তারকা ইতোমধ্যেই বিদেশের বিভিন্ন স্থানে বসবাসের সম্ভাবনা খতিয়ে দেখছেন এবং তার লস অ্যাঞ্জেলেসের বাড়ি বিক্রির প্রস্তুতিও নিচ্ছেন। সম্ভাব্য যে কয়েকটি স্থানের কথা ভাবছেন, তার মধ্যে কটসওল্ডস অন্যতম।
যদি জোলি কটসওল্ডসে যান, তাহলে তিনি অনুসরণ করবেন আরেকজন বিখ্যাত মার্কিন তারকার পথ। গত বছর কটসওল্ডসের অক্সফোর্ডশায়ারে বসতি গড়েছেন প্রাক্তন টক শো হোস্ট এলেন ডিজেনেরেস ও তার স্ত্রী অভিনেত্রী পোরশিয়া ডি রসি।