ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

লাইফ সাপোর্টে ফরিদা পারভীন

লাইফ সাপোর্টে ফরিদা পারভীন

বাংলাদেশের লালনসংগীতের প্রাণপুরুষ ফরিদা পারভীনের শারীরিক অবস্থা গুরুতর। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে শারীরিক জটিলতা বেড়ে গেলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

শিল্পীর বড় ছেলে ইমাম নিমেরী উপল গণমাধ্যমকে জানান, মায়ের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়েছে। তাই চিকিৎসকদের পরামর্শেই তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী জানান, ফরিদা পারভীনের রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে এবং সংক্রমণ বেড়ে গেছে। কিডনি জটিলতাও গুরুতর আকার ধারণ করেছে। ফলে তিনি স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছেন না। এজন্যই তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে।

দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন ফরিদা পারভীন। গত ২ সেপ্টেম্বর ডায়ালাইসিসের জন্য হাসপাতালে ভর্তি করা হলে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। এরপর থেকে একাধিকবার আইসিইউতে নিতে হয়েছে।

ফরিদা পারভীনের স্বামী, যন্ত্রসংগীতশিল্পী গাজী আবদুল হাকিম জানান, গত কয়েক মাসে তাকে চারবার আইসিইউতে নেওয়া হয়েছে। কিডনি ও ফুসফুসজনিত জটিলতার কারণে সার্বিক অবস্থাই ভালো নয় বলে তিনি জানান।

ফরিদা পারভীন,লাইফ সাপোর্ট,হাসপাতাল
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত