ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক হলেন আলাউদ্দিন খান

শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক হলেন আলাউদ্দিন খান

বাংলাদেশ শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান। দায়িত্ব গ্রহণের প্রথম কার্যদিবসে মঙ্গলবার দুপুরে তিনি একাডেমির কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান এর আগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। সরকারি সেবা জীবনে তিনি প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেছেন।

এর আগে, আওয়ামী লীগ সরকার পতনের পর গত ফেব্রুয়ারিতে অধ্যাপক সৈয়দ জামিল আহমেদ শিল্পকলা একাডেমির মহাপরিচালক পদে যোগ দেন। কয়েক মাস দায়িত্ব পালনের পর তিনি পদ থেকে সরে দাঁড়ান। এরপর ভারপ্রাপ্ত মহাপরিচালকের দায়িত্বে ছিলেন শিল্পকলা একাডেমির সচিব ওয়ারেস হোসেন।

নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে শিল্পকলা একাডেমি আবারও নিয়মিত নেতৃত্ব পাচ্ছে। কর্মকর্তা ও কর্মচারীরা তার নেতৃত্বে সাংস্কৃতিক কর্মকাণ্ডে নতুন গতি আসবে বলে আশা প্রকাশ করেছেন।

আলাউদ্দিন খান,নতুন মহাপরিচালক,শিল্পকলা একাডেমি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত