ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

আমার জার্নিটা অনেক কষ্টদায়ক

আমার জার্নিটা অনেক কষ্টদায়ক

‘দম’ নিয়ে প্রথমবার একসঙ্গে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা রেদওয়ান রনি। আগামী ঈদুল ফিতরে মুক্তির লক্ষ্যে নির্মিত হচ্ছে সিনেমাটি। সম্প্রতি কাজাখস্তানের দুর্গম একটি জায়গায় দেখা গেছে অভিনেতাকে।

সম্প্রতি এক সাক্ষাৎকার ‘দম’ সিনেমা নিয়ে কথা বলেছেন আফরান নিশো। ওই সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘রেদওয়ান রনির অনেক দিন পর কামব্যাক, খুবই ভালো একটা ছেলে ডেডিকেটেড। গল্প নিয়ে প্রচণ্ড ভাবছে। অনেকদিন ধরে লিখছে এবং এটাই বাংলাদেশের ফিল্মে ইতিহাসে প্রথম সারভাইভাল স্টোরি।’ এরপর নিশো যোগ করেন, ‘এটাই প্রথম এবং আমার গল্প মারাত্মক মানে কি অসম্ভব পছন্দ হয়েছে। আমি স্ক্রিপ্ট শোনার পর চরিত্রের মধ্যে চলে গেছি। খুবই সুন্দর গল্প এবং সেটা যদি শাকিল এবং রনি। তারা যদি সম্পাদনা করতে পারে তাহলে হয়তবা খুবই অনবদ্য একটা গল্প হবে।’ সর্বশেষে নিশো বলেন, ‘ভালো অভিনয়শিল্পী লাগবে, ভালো অভিনয় আমাকে করতে হবে এবং আমার জার্নিটা অনেক কষ্টদায়ক, পীড়াদায়ক। আমাকে প্রচণ্ড কষ্ট করতে হবে ওই চরিত্রের জন্য।’ আফরান নিশো ও চঞ্চল চৌধুরী অভিনয় করছেন দম সিনেমায়। সিনেমার প্রধান নারী চরিত্রে কে অভিনয় করবেন তা এখনও চূড়ান্ত হয়নি। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট ও চরকির প্রযোজনায় নির্মিত দম সিনেমাটি মুক্তি পাবে ২০২৬-এর রোজার ঈদে। শিগগিরই শুটিং শুরুর কথা রয়েছে ‘দম’ টিমের।

আফরান নিশো,ঈদুল ফিতর,মুক্তি,সিনেমা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত