ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সংগীত ক্যারিয়ার গুটিয়ে নিচ্ছেন তাহসান খান

সংগীত ক্যারিয়ার গুটিয়ে নিচ্ছেন তাহসান খান

দেশের জনপ্রিয় অভিনেতা ও সংগীতশিল্পী তাহসান খান দীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে সংগীতপ্রেমীদের মন জয় করেছেন। তবে এবার জানালেন ভক্তদের জন্য দুঃখের খবর। মিউজিক ক্যারিয়ার থেকে ধীরে ধীরে সরে যাচ্ছেন তিনি।

বর্তমানে অস্ট্রেলিয়া সফরে থাকা অবস্থায় মেলবোর্নের এক কনসার্টে তাহসান জানান, এটি হতে যাচ্ছে তার শেষ কনসার্ট। ভাইরাল হওয়া এক ভিডিওতে তাকে বলতে শোনা যায়— ‘এটাই আমার শেষ কনসার্ট। আস্তে আস্তে মিউজিক ক্যারিয়ারটাও গুটিয়ে ফেলবো।’

ঘোষণার সময় তাহসান আরও বলেন, ‘মেয়ে বড় হচ্ছে, এখন কি দাঁড়ি রেখে স্টেজে দাঁড়িয়ে এমন লাফালাফি করতে ভালো লাগে?’— যা ভক্তদের মনে আবেগ ছড়িয়ে দেয়।

এ ঘোষণার পর দেখা যায়, তাহসানের ফেসবুক ও ইনস্টাগ্রাম একাউন্ট খুঁজে পাওয়া যাচ্ছে না। জানা যায়, তিনি নিজেই সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ডিএক্টিভেট করেছেন।

প্রসঙ্গত, ছায়ানট থেকে ছয় বছর রবীন্দ্রসংগীত শিক্ষা নিয়েছিলেন তাহসান। ১৯৯৮ সালে কয়েকজনকে নিয়ে গঠন করেন ব্যান্ড ‘ব্ল্যাক’। পরে ব্যান্ড থেকে সরে গিয়ে এককভাবে নিজের সংগীতজীবন গড়ে তোলেন। দুই দশকেরও বেশি সময় ধরে উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান।

তাহসান খান,ক্যারিয়া,সংগীত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত