
ক্যারিয়ারে বড় পর্দায় ডেবিউ করেই একের পর এক সাফল্য দেখতে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। মাকসুদ হোসেন পরিচালিত ছবি ‘সাবা’ দিয়েই সিনেমায় অভিষেক তার। ছবিটি যে রীতিমতো অভিনেত্রীর কপাল খুলে দিয়েছে, তা আর বলার অপেক্ষা রাখে না।
দেশের প্রেক্ষাগৃহে মুক্তির আগেই আন্তর্জাতিক বিভিন্ন চলচ্চিত্র উৎসব দাপিয়েছে মেহজাবীনের এই ছবি। প্রথমে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, এরপর বুসান উৎসব। পাশাপাশি ইন্দোনেশিয়া ও সৌদি আরবের রেড সি উৎসবেও প্রশংসা কুড়িয়েছে ‘সাবা’।
আগামী ২৬ অক্টোবর ছবিটি মুক্তি পাচ্ছে দেশের প্রেক্ষাগৃহে। এরই মধ্যে ছবির দেড় মিনিটের ট্রেলার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন মেহজাবীন। যেখানে অভিনয়ে মুগ্ধতা ছড়িয়েছেন তিনি।
ট্রেলার শেয়ার করে ক্যাপশনে মেহজাবীন লিখেছেন—
‘সাবা এটি একটি চলচ্চিত্র, যেখানে মা আর সন্তানের মধ্যে আবেগের বিনিময় ফুটে উঠেছে।’
তিনি আরও বলেন, ‘এই যাত্রায় হাঁটুন, প্রতিটি মুহূর্ত অনুভব করুন, আর শেষে উপলব্ধি করুন—মা ও সন্তানের বন্ধন কতটা অমূল্য। ভুলবেন না, আপনার মাকে সঙ্গে নিয়ে আসতে।’শেয়ার করা ট্রেলারে উঠে এসেছে মাকে ঘিরে মেয়ের সংগ্রামের করুণ বাস্তবতা। বাবার নিখোঁজ হওয়ার পর অসুস্থ মাকে নিয়ে একা লড়াই শুরু করে সাবা। দর্শকদের আবেগ ছুঁয়ে যাওয়ার মতো এক গল্প নিয়েই এগোচ্ছে ছবির কাহিনি।