অনলাইন সংস্করণ
১২:৫৭, ০৫ অক্টোবর, ২০২৫
কোরিয়ান ভাষায় মৌলিক গান গেয়ে তাক লাগিয়ে দিয়েছে বাংলাদেশের রুব্বাত রওজা। গানটি এরইমধ্যে ‘রুবেল’স টিউন বিডি’ (RubelÕs Tune BD) নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে। ‘ড্রিপ’ (Drip) শিরোনামের এ গানটির কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন মো. শফিকুর রহমান রুবেল। কোরিয়ান ভাষায় গান গাওয়া প্রসঙ্গে রুব্বাত রওজা বলে, ‘ইউটিউব থেকে আমি কোয়িরান ভাষা শিখেছি। কোরিয়ান ভাষার গান (K Pop) আমার ভীষণ ভালো লাগে। ধীরে ধীরে এ ভাষার গান গাওয়ার বিষয়টি আয়ত্ব করে ফেলেছি। আমার এই গানটি সবার ভালো লাগবে বলে আমি আশা করছি।’ নবম শ্রেণির শিক্ষার্থী রুব্বাত রওজা কোরিয়ান ভাষা ছাড়াও জাপানি, চাইনিজ, ইংলিশ, ফ্রেঞ্চ, স্প্যানিশ, রাশিয়ান, থাই, হিন্দিসহ ১০টি ভাষা রপ্ত করেছে। এসব ভাষায় রুব্বাত কথা বলতে ও গান গাইতে পারে। রুব্বাত রাজধানীর ভিকারুন্নিসা নূন গার্লস স্কুল অ্যান্ড কলেজের মূল প্রভাতী শাখার শিক্ষার্থী। তার বাবা সুরকার, কণ্ঠশিল্পী এবং বাংলাদেশ বেতার বাণিজ্যিক কার্যক্রমের শব্দ প্রকৌশলী হওয়ার কারণে সব সময়ই বাসার স্টুডিওতে বিভিন্ন সুরকার, গীতিকার, কণ্ঠশিল্পীদের আসা যাওয়া ছিল এবং একটি সংগীতময় পরিবেশ ছিল। ফলে শৈশব থেকেই বিটিভিসহ বিভিন্ন টিভি চ্যানেলে শিশু-কিশোরদের অনুষ্ঠানে অংশগ্রহণ করে সংগীত পরিবেশন করে রুব্বাত। শৈশব থেকেই রুব্বাতের গানের প্রতি গভীর অনুরাগ। বাবার কাছেই তার প্রথম সংগীতের হাতেখড়ি হয় এবং এখন সে বাংলাদেশের বিখ্যাত গিটারিস্ট রিচার্ড কিশোরের কাছে (রিকিস গিটার) গিটার এবং গানের তালিম নিচ্ছে।