অনলাইন সংস্করণ
১৪:২৫, ০৭ অক্টোবর, ২০২৫
মুহাম্মদ মোস্তফা কামাল রাজ বাংলাদেশের একজন প্রখ্যাত নাটক ও চলচ্চিত্র নির্মাতা। বিশেষত তার গল্পে নির্মিত নাটকগুলোতে পারিবারিক জীবনের প্রতিচ্ছবিই ফুটে উঠে। রাজ বহু পারিবারিক গল্পের নাটক নির্মাণ করেছেন। আবার রোমান্টিক গল্পের নাটক নির্মাণেও তিনি অনবদ্য। তার নাটকে অভিনয় করার জন্য এই প্রজন্মের শিল্পীরা স্বপ্নও দেখেন। কারণ তার নির্মিত প্রতিটি নাটকই প্রচারের পর চলে আসে আলোচনায়। এরইমধ্যে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ নতুন একটি ধারাবাহিক নাটক নির্মাণের কাজ শুরু করেছেন, নাটকের রচয়িতাও তিনি। চ্যানেল আই ও রাজের ইউটিউব চ্যানেল ‘সিনেমাওয়ালা’তে প্রচারের জন্য ‘এটা আমাদেরই গল্প’ শিরোনামের নতুন ধারাবাহিক নাটক নির্মাণ করছেন তিনি।