ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

দুর্গাপূজায় প্রেমের রঙে রঙিন প্রার্থনা ও দীপ্তর মুহূর্ত

দুর্গাপূজায় প্রেমের রঙে রঙিন প্রার্থনা ও দীপ্তর মুহূর্ত

দীপ্ত হাওলাদার আর তার প্রাণের মানুষ প্রার্থনা মণ্ডল দুর্গাপূজা উপলক্ষে ভালোবাসার রঙে রঙিন সময় কাটিয়েছেন। শারদীয় দুর্গোৎসবকে ঘিরে শুধু মণ্ডপে ভিড় নয়, তরুণ-তরুণীদের মধ্যেও জমে উঠছে আনন্দ আর সম্পর্কের বন্ধন।

সম্প্রতি এক মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে তোলা ছবিতে দেখা গেছে, দু’জন হাতে হাত ধরে হাসিমুখে হাঁটছেন। তাদের পরনে ঐতিহ্যবাহী লাল-সাদা পোশাক, যা দুর্গাপূজার রঙকে আরও উজ্জ্বল করেছে।

প্রার্থনা মণ্ডল জানান, “দুর্গাপূজা আমাদের কাছে শুধু ধর্মীয় উৎসব নয়, এটি আনন্দ, মিলন আর ভালোবাসার উৎসব।”

অন্যদিকে দীপ্ত হাওলাদার বলেন, “ব্যস্ত চাকরিজীবনের ফাঁকে প্রার্থনার সঙ্গে এভাবে সময় কাটানোই আমার কাছে সবচেয়ে বড় উৎসব।”

পূজা মণ্ডপে পূজা দেখা, বন্ধুদের সঙ্গে আড্ডা আর সঙ্গীর হাত ধরে সময় কাটানো—এই দুর্গাপূজা তাদের জীবনের স্মরণীয় মুহূর্ত হয়ে থাকবে বলে আশা করছেন এই প্রেমিক যুগল।

এভাবেই উৎসবের আবহে ধর্ম, সংস্কৃতি আর ভালোবাসা মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে।

দীপ্তর মুহূর্ত,প্রেমের রঙে রঙিন প্রার্থনা,দুর্গাপূজা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত