অনলাইন সংস্করণ
১৩:২৫, ১৩ অক্টোবর, ২০২৫
প্রথমবারের মতো এক মঞ্চে গান গাইতে চলেছেন দুই বাংলার দুই জনপ্রিয় কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন ও মৌসুমী ভৌমিক। আগামী ১৯ অক্টোবর লন্ডনে অনুষ্ঠিতব্য বাংলা বইমেলার এক বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যায় সুরের মূর্ছণা ছড়াবেন দুই প্রথিতযশা সংগীতশিল্পী।
যুক্তরাজ্য উদীচীর আয়োজনে এবং স্থানীয় কয়েকটি সাংস্কৃতিক সংগঠনের সহযোগিতায় এবার এই উৎসবের ১৬তম আসর অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ থেকে সাবিনা ইয়াসমিনের সঙ্গে অংশ নিচ্ছেন সংগীতশিল্পী চন্দন দত্ত ও মনোয়ার হোসেন টুটুল।
গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে গতকাল লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়ছেন সাবিনা ইয়াসমিন। বাংলা বইমেলার সংগীত আয়োজন অংশ নেওয়া প্রসঙ্গে গণমাধ্যমকে তিনি বলেন, ‘বাংলাদেশের সংস্কৃতিকে প্রবাসে ছড়িয়ে দিতে প্রবাসী ভাইবোনেরা যে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, এটা সত্যিই আনন্দের বিষয়। বিদেশের মঞ্চে যখন গাই, তখন মনে হয় যেন সামনে একখণ্ড বাংলাদেশ। সবাই এত আবেগ নিয়ে আমাদের গান গেয়ে ওঠেন—এটাই আমাদের প্রাপ্তি। এবারও চেষ্টা করব, গান দিয়ে তাদের মন ছুঁয়ে যেতে।’ দিনব্যাপী এই আয়োজনে থাকবে দুটি পর্ব। প্রথম পর্বে স্থানীয় সময় দুপুর ১২টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত চলবে বইমেলা, কবিতা পাঠ, শিশু-কিশোরদের আবৃত্তি ও নানা সাংস্কৃতিক পরিবেশনা। দ্বিতীয় পর্বে সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত থাকবে বিশেষ সংগীতানুষ্ঠান, যেখানে একই মঞ্চে গাইবেন সাবিনা ইয়াসমিন ও মৌসুমী ভৌমিক।